Ajker Patrika

রাতে পুলিশের ধাওয়া, দুপুরে ভুট্টা খেতে মিলল বৃদ্ধের লাশ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২২, ০০: ১০
রাতে পুলিশের ধাওয়া, দুপুরে ভুট্টা খেতে মিলল বৃদ্ধের লাশ

মানিকগঞ্জের সিঙ্গাইরে রাতে পুলিশের ধাওয়া খেয়ে বাড়ি থেকে পালান যদু খান (৭৫)। পরদিন রোববার (২৪ জুন) দুপুরে বাড়ির পাশের ভুট্টা খেত থেকে ওই বৃদ্ধর মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। উপজেলার ধল্লা ইউনিয়নের খান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার গভর্নমেন্ট অফিসার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে খান পাড়া এলাকার যদু খানের ছেলে আতোয়ার খানের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে গত শনিবার আতোয়ার খানসহ চার জনের নামে থানায় একটি মামলা হয়। শনিবার রাতে থানা-পুলিশ আসামি আতোয়ার খানকে ধরতে তাঁর বাড়িতে হানা দেয়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে আতোয়ার খান ও তাঁর বাবা যদু খান বাড়ি থেকে পালিয়ে যান। রোববার দুপুরে বাড়ির পাশের ভুট্টা খেতে যদু খানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মরদেহটির গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধ নিয়ে থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি ধরতে শনিবার রাতে ধল্লা ইউনিয়নে অভিযান চালানো হয়। রোববার দুপুরে যদু খান নামে এক বৃদ্ধের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত বৃদ্ধ জমিসংক্রান্ত মামলার আসামি আতোয়ার খানের বাবা। এ ঘটনায় মামলা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত