৮ মাস আগে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের
মৃত্যুর ৮ মাস পর কবরস্থান থেকে নিজের বাবার লাশ তুলে ঘরের বারান্দায়, পরে বাড়ির পাশে কবর দিয়েছেন ছেলে রুবেল শেখ। তাঁর দাবি, তিনি স্বপ্নে দেখেছেন বাবা জীবিত, তাই এই কাজ করেছেন। আজ শনিবার জানাজানি হলে এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমান।