Ajker Patrika

৮ মাস আগে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের

মাদারীপুর প্রতিনিধি
কবরস্থান থেকে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের। ছবি: আজকের পত্রিকা
কবরস্থান থেকে মৃত বাবার লাশ তুলে দুই দফা দাফন ছেলের। ছবি: আজকের পত্রিকা

মৃত্যুর আট মাস পর কবরস্থান থেকে নিজের বাবার লাশ তুলে ঘরের বারান্দায়, পরে বাড়ির পাশে কবর দিয়েছেন ছেলে রুবেল শেখ। তাঁর দাবি, তিনি স্বপ্নে দেখেছেন বাবা জীবিত, তাই এই কাজ করেছেন। আজ শনিবার জানাজানি হলে এলাকাবাসী ওই বাড়িতে ভিড় জমায়।

ঘটনাটি ঘটে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামে।

গতকাল শুক্রবার গভীর রাতে রুবেল শেখ একা পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ঘরের বারান্দায় দাফন করেন। পরে আজ আবার লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন।

রুবেল শেখ বলেন, ‘আমি স্বপ্নে দেখতে পাই, আমার বাবা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন। তিনি মারা যাননি। তাই আমি তাঁর লাশ কবর থেকে উত্তোলন করেছি। তবে পরে আবার তাঁকে কবর দিয়েছি।’

কয়েকজন গ্রামবাসী জানায়, সোহরাব শেখ আট মাস আগে মারা গেছেন। তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু তাঁর ছেলে স্বপ্নে দেখেন, তাঁর বাবা জীবিত আছেন। তাই ছেলে রুবেল শেখ শুক্রবার গভীর রাতে একা পারিবারিক কবরস্থান থেকে বাবার লাশ উত্তোলন করেন। রুবেল প্রথমে তাঁর নিজ ঘরের বারান্দায় লাশ দাফন করেন। পরে আজ (শনিবার) দুপুরে পুনরায় ঘরের বারান্দা থেকে লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাড়িতে লোকজন ভিড় করে।’

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিহত এক ব্যক্তির লাশ কবর থেকে তাঁর ছেলে উত্তোলন করে পুনরায় দাফন করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত