Ajker Patrika

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

মাদারীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাদারীপুরের কীর্তিনাশা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের ধারণা, দুই দিন আগে ডাকাতি করতে এসে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে ওই ব্যক্তি মারা যান। ওই দিন আরও দুই ডাকাত নিহত হয়েছিলেন।

আজ রোববার বিকেলে মাদারীপুর সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদী থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

মো. রুবেল নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি নদীতে হাত-পা ধুতে গেলে দেখি, একটি লাশ ভাসছে। এ সময় লোকজনকে ডাক দিই। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে সংঘর্ষে নিহত কোনো ডাকাতের লাশ।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দারা কীর্তিনাশা নদীতে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনি মারা গেছেন।

গত শুক্রবার রাতে ডাকাতি করতে এসে স্থানীয় বাসিন্দা ও ডাকাত দলের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ডাকাত নিহত হন। এ ছাড়া স্থানীয় বাসিন্দা, ডাকাতসহ ১০ জন আহত হন। মাদারীপুর-শরীয়তপুর দুই জেলার সীমান্তবর্তী এলাকা মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট বন্দরের কীর্তিনাশা নদীতে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে এসে তাঁরা সংঘর্ষে জড়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত