চাঁদপুরে ইলিশের দাম নির্ধারণের উদ্যোগ, আপত্তি ব্যবসায়ীদের
ঘাটের শান্তি ফিস আড়তের সত্ত্বাধিকারী সম্রাট ব্যাপারী বলেন, ‘জেলা প্রশাসনের এমন উদ্যোগ অযৌক্তিক। সরবরাহ ও খরচের ওপর ভিত্তি করেই দাম নির্ধারিত হয়। দাম বেঁধে দিলে ঘাটে আর মাছ আসবে না।’ তিনি আরও বলেন, ‘মাছের সরবরাহ বাড়াতে হলে কারেন্ট জাল বন্ধ করতে হবে, অথবা এর ফাঁস চার আঙুল পরিমাণ করে নির্ধারণ করতে হবে।