Ajker Patrika

তিন ঘেরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ মারার অভিযোগ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 
ঘেরের মরা মাছ। ছবি: আজকের পত্রিকা
ঘেরের মরা মাছ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাছের তিনটি ঘেরে দুর্বৃত্তরা বিষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫ লাখ টাকার মাছ মরে গেছে। উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগী চাষি একটি লিখিত অভিযোগ করেছেন।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের কাঞ্চন শিকদারের স্ত্রী মোসা. হালিমার (৪৬) তিনটি ঘেরে গত ৯ জুন গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। গতকাল সকালে তাঁর ছেলে মিরাজুল শিকদার ঘেরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন, সব মাছ মরে ভেসে উঠেছে। পরে আশপাশের ঘেরের চাষিরা উপস্থিত হয়ে নিশ্চিত হন, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে তিনটি ঘেরের অন্তত ৫ লাখ টাকার মাছ মরে গেছে।

ক্ষতিগ্রস্থ চাষি মোসা. হালিমা জানান, ঘেরে চিংড়ি ও সাদা মাছ চাষের মাধ্যমে তাঁর সারা বছরের সংসার খরচ চলে। অনেক টাকা খরচ করে ঘের প্রস্তুত করে তিনি মাছ ছেড়েছিলেন। কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে তাঁর সারা বছরের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তদন্তের মাধ্যমে তিনি প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত