‘ধর্মে আছো জিরাফেও আছো’
শক্তি চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ধর্মে আছো জিরাফেও আছো’। অনেকে এ শিরোনামটিকে প্রবাদ হিসেবে ব্যবহার করে। কেন করে, এর গভীর অর্থ কিংবা উৎপত্তি কী—জানতে চাইলে অন্তর্জাল আপনাকে একটি গল্প দেখাবে। সেটির সত্যতা কতটুকু, এ বিষয়ে আলাপ না করে চলুন, গল্পটা জানা যাক।