মানুষের শ্রেষ্ঠত্ব বনাম অ-শ্রেষ্ঠত্ব
প্রশ্ন জাগে, ‘মানুষ যদি শ্রেষ্ঠ জীব হয় তাহলে নিকৃষ্ট কে?’ মানুষের বিবেকবোধ আছে, অনুভূতি আছে, আবেগ আছে, মানুষ অজানাকে জানতে চায়, মানুষের মধ্যে ধর্মমত আছে এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করে শ্রদ্ধাভরে—ইত্যাদি গুণের কারণে মানুষ হয়তো শ্রেষ্ঠত্বের দাবিদার।