বই পড়া
মানুষের জীবনীশক্তি বৃদ্ধি করতে এবং জ্ঞান অনুসন্ধিৎসু মনের জানালাকে উন্মুক্ত করতে যে জিনিসটির অবদান সবচেয়ে বেশি তা হলো, বই। বইকে সেই আমাদের জীবনের অনাবিষ্কৃত সম্পদভান্ডার বলা যায়, যা যত ব্যবহার করা যায়, ততই তার উৎকর্ষ বৃদ্ধি পেতে থাকে। ক্রমহ্রাসমান অন্য সব উৎপাদনবিধির মতো তা একেবারে চরমে ওঠে, কিন্তু