চট্টগ্রাম ধর্মঘটে গণপরিবহনশূন্য সড়ক, গরমে ভোগান্তিতে যাত্রীরা
মাথার ওপর জ্বলন্ত সূর্য, পায়ের নিচে গলন্ত পিচঢালা সড়ক। এমন আবহাওয়ার মধ্যে মোড়ে মোড়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ থেকে সকল বয়সীরা। কিন্তু মিলছে না গাড়ির দেখা। হঠাৎ দু-একটি দেখা গেলেও, তাতে উঠতে পারাটাও দায়। অতিরিক্ত ভাড়া ও উপচে পড়া ভিড়ে প্রাণ যায় যায় অবস্থা।