Ajker Patrika

পোশাক শ্রমিকদের পাওনা আদায়ের মামলায় দীর্ঘসূত্রিতা, ব্যয়-ভোগান্তি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোশাক শ্রমিকদের পাওনা আদায়ের মামলায় দীর্ঘসূত্রিতা, ব্যয়-ভোগান্তি বাড়ছে

দেশে বর্তমানে পায় ৪০ লাখ পোশাক শ্রমিক রয়েছে। এ খাতে শ্রমিকদের পাওনা আদায়ে মামলা বাড়লেও, অর্থ আদায়ে দীর্ঘসূত্রিতার কারণে ব্যয় ও ভোগান্তি বাড়ছে। দীর্ঘদিন মামলা আটকে থাকা শুধু জনগণের জন্যই নয় বরং রাষ্ট্রের জন্যও খরচের বিষয়। 

এ জন্য মামলায় দীর্ঘসূত্রিতা, আর্থিক দিক এবং অন্যান্য বিষয় বিবেচনায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (অলটারনেটিভ ডিসপুট রেজল্যুশন) বা এডিআর প্রক্রিয়া গ্রহণ করা উত্তম ও সহজ পদ্ধতি। এতে পোশাক শিল্পে শ্রমিকেরা ন্যায়বিচার পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। 

আজ সোমবার রাজধানীর পল্টনে একটি হোটেলে সলিডারিটি সেন্টার আয়োজিত ‘তৈরি পোশাক শিল্পের জন্য কার্যকর বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সম্ভাবনা ও করণীয়’-শীর্ষক এক কর্মশালায় বক্তরা এসব কথা বলেন। 

ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ এম এ আওয়াল বলেন, শ্রম আদালতে মামলা চলমান আছে ২২ হাজার। এ সংখ্যা দেশের শ্রমিক সংখ্যার তুলনায় বেশি নয়। তবুও পোশাক শিল্পে এডিআর প্রক্রিয়া কার্যকর করতে হলে শ্রম আইন সংশোধন করতে হবে। এতে মামলা দ্রুত নিস্পত্তি হবে এবং খরচ কমবে। যা শ্রমিকদের ভোগান্তি কমাবে। 

উপস্থাপিত প্রামাণ্যপত্র অনুযায়ী, বাংলাদেশে প্রতি ৯০ থেকে ৯৫ হাজার মানুষের জন্য মাত্র একজন বিচারক। সেটিও আবার সহকারী জজ থেকে প্রধান বিচারপতি পর্যন্ত। সময়ের সঙ্গে সঙ্গে বিরোধের ধরনও পরিবর্তন হচ্ছে। সঙ্গে সঙ্গে বাড়ছে মামলার সংখ্যা, জট, ও দীর্ঘসূত্রিতা। দীর্ঘদিন একটি মামলা আটকে থাকলে রাষ্ট্রের বিচারব্যবস্থা ব্যাহত হয় এবং তা প্রশ্নবিদ্ধ হয়। মামলায় দীর্ঘসূত্রতা, আর্থিক দিক এবং অন্যান্য বিষয় বিবেচনায় বিকল্প বিরোধ নিষ্পত্তি এক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। সে প্রেক্ষাপটে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া গ্রহণ করা এখন সময়ের দাবী, যা ন্যায়বিচার প্রাপ্তিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে পারে। 

সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সলিডারিটি সেন্টারের ডেপুটি কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর মনিকা হার্টসেল। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাফিজ আহমেদ।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র এসিট্যান্ট সেক্রেটারি নাভিলা আল মোনা, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খান, বাংলাদেশ পোশাক শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান বাংলাদেশ ফেডারেশন অব ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি রুহুল আমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত