নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাস ছেড়ে যায়। ঈদযাত্রার শেষ দিকে এসে সায়েদাবাদে যানজট তৈরি হওয়ার কারণে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘরমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ যানজটের কারণে কয়েক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটেই বাস টার্মিনালের দিকে রওনা হয়েছেন অনেকে।
বাসযোগে কুমিল্লা যাবেন আজিজুল হক সুমন। তিনি সায়েদাবাদ থেকে বাসে উঠবেন। কিন্তু বাস টার্মিনালের আগেই দীর্ঘ যানজট ঠেলে হাঁপিয়ে উঠেছেন তিনি। আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘আমার একটু তাড়া আছে। বাসের টিকিট কেটে আমার ভাই দাঁড়িয়ে আছে, এখানে জ্যামে বসে থাকলে বাস মিস করব।’
পরিবার নিয়ে ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলেন বাড্ডাবাসী রাজেন্দ্র কুণ্ডু। তিনি জানান, ‘সকালে বের হতে দেরি হয়েছে। বাসে করে এদিকে আসা ঠিক হয়নি। এত জ্যাম হবে এদিকে বুঝতে পারিনি। এখন বাস ধরতে দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছি।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান আহমেদ যাবেন চট্টগ্রামে। তিনি বলেন, ‘এত দিন অফিস ছিল। আজ কিছু শপিং করে বাড়ি যাচ্ছি। জিনিসপত্র নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাসে বসে আছি। এদিকে এত জ্যাম হবে ভাবিনি।’
সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, সায়েদাবাদ বাস কাউন্টারে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সায়েদাবাদ বাস স্টেশন-সংলগ্ন এলাকায় ট্রাফিক সার্জেন্ট মো. মুহিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবৈধভাবে কাউকে পার্কিং করতে দিচ্ছি না। যারা পার্কিং করছে তাদের জরিমানা করা হচ্ছে।’ বাস দাঁড়িয়ে থাকায় জ্যাম বাড়ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বাস পার্কিংয়ের অনুমতি আছে।’
তবে অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগ জানিয়ে উবারচালক আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাড়ি পার্কিং করিনি, যাত্রী নামাচ্ছিলাম। তা-ও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাস ছেড়ে যায়। ঈদযাত্রার শেষ দিকে এসে সায়েদাবাদে যানজট তৈরি হওয়ার কারণে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘরমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ যানজটের কারণে কয়েক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটেই বাস টার্মিনালের দিকে রওনা হয়েছেন অনেকে।
বাসযোগে কুমিল্লা যাবেন আজিজুল হক সুমন। তিনি সায়েদাবাদ থেকে বাসে উঠবেন। কিন্তু বাস টার্মিনালের আগেই দীর্ঘ যানজট ঠেলে হাঁপিয়ে উঠেছেন তিনি। আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘আমার একটু তাড়া আছে। বাসের টিকিট কেটে আমার ভাই দাঁড়িয়ে আছে, এখানে জ্যামে বসে থাকলে বাস মিস করব।’
পরিবার নিয়ে ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলেন বাড্ডাবাসী রাজেন্দ্র কুণ্ডু। তিনি জানান, ‘সকালে বের হতে দেরি হয়েছে। বাসে করে এদিকে আসা ঠিক হয়নি। এত জ্যাম হবে এদিকে বুঝতে পারিনি। এখন বাস ধরতে দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছি।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান আহমেদ যাবেন চট্টগ্রামে। তিনি বলেন, ‘এত দিন অফিস ছিল। আজ কিছু শপিং করে বাড়ি যাচ্ছি। জিনিসপত্র নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাসে বসে আছি। এদিকে এত জ্যাম হবে ভাবিনি।’
সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, সায়েদাবাদ বাস কাউন্টারে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সায়েদাবাদ বাস স্টেশন-সংলগ্ন এলাকায় ট্রাফিক সার্জেন্ট মো. মুহিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবৈধভাবে কাউকে পার্কিং করতে দিচ্ছি না। যারা পার্কিং করছে তাদের জরিমানা করা হচ্ছে।’ বাস দাঁড়িয়ে থাকায় জ্যাম বাড়ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বাস পার্কিংয়ের অনুমতি আছে।’
তবে অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগ জানিয়ে উবারচালক আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাড়ি পার্কিং করিনি, যাত্রী নামাচ্ছিলাম। তা-ও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে