সুরক্ষার বিমায় শুধু ভোগান্তি
বিমা এখন মানুষের কাছে ভোগান্তির আরেক নাম। বিমা কোম্পানিগুলোর কাছে দাবি তুললেই শুরু হয় গড়িমসি আর ছলচাতুরী। সব রকমের শর্ত পূরণের পরও অধিকাংশ বিমা কোম্পানি যেমন সময়মতো অর্থ পরিশোধ করে না, তেমনি বিমা দাবির জন্য গেলে কথাও শুনতে চায় না। এ নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে অভিযোগ করার