নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
টঙ্গীর তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হওয়া ২২ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা। গাড়ি না থাকায় পথে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ। সড়কে যানবাহন না থাকায় ইজতেমা ময়দান থেকে মোনাজাত শেষে গাজীপুর ও রাজধানীর উদ্দেশে হেঁটেই রওনা দিয়েছেন মুসল্লিরা। তবে রাজধানীর উত্তরা আজমপুর এলাকা থেকে কিছু মোটরসাইকেল, পিকআপ ভ্যান পাওয়া যাচ্ছে। এগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হন মানুষ।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থেকে ৩০০ টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেলে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছেন ইহসানুল হক। তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে সকালে চৌরাস্তা থেকে অটোরিকশাযোগে টঙ্গীতে এসেছি। ফেরার পথে শাখা রাস্তা দিয়ে বাসায় ফিরছি। এতে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।
কলেজশিক্ষার্থী হাসিব রাজধানীর কমলাপুর এলাকা থেকে মোনাজাতে অংশ নিতে সকালে ট্রেনে চেপে টঙ্গীতে এসেছিলেন। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘টঙ্গীতে আসার পথেও ভিড় ছিল। ফেরার পথে দুটি ট্রেন টঙ্গী স্টেশন ছেড়ে গেলেও আমি উঠতে পারিনি।’
এদিকে রোববার সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আখেরি মোনাজাতে অংশ নিতে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা তিনটি সড়কে যান চলাচল বন্ধ রেখেছি। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। রোববার বিকেল থেকেই যান চলাচল শুরু হবে। নির্বিঘ্নে মোনাজাতে অংশ নিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
টঙ্গীর তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হওয়া ২২ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা। গাড়ি না থাকায় পথে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ। সড়কে যানবাহন না থাকায় ইজতেমা ময়দান থেকে মোনাজাত শেষে গাজীপুর ও রাজধানীর উদ্দেশে হেঁটেই রওনা দিয়েছেন মুসল্লিরা। তবে রাজধানীর উত্তরা আজমপুর এলাকা থেকে কিছু মোটরসাইকেল, পিকআপ ভ্যান পাওয়া যাচ্ছে। এগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হন মানুষ।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থেকে ৩০০ টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেলে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছেন ইহসানুল হক। তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে সকালে চৌরাস্তা থেকে অটোরিকশাযোগে টঙ্গীতে এসেছি। ফেরার পথে শাখা রাস্তা দিয়ে বাসায় ফিরছি। এতে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।
কলেজশিক্ষার্থী হাসিব রাজধানীর কমলাপুর এলাকা থেকে মোনাজাতে অংশ নিতে সকালে ট্রেনে চেপে টঙ্গীতে এসেছিলেন। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘টঙ্গীতে আসার পথেও ভিড় ছিল। ফেরার পথে দুটি ট্রেন টঙ্গী স্টেশন ছেড়ে গেলেও আমি উঠতে পারিনি।’
এদিকে রোববার সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আখেরি মোনাজাতে অংশ নিতে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা তিনটি সড়কে যান চলাচল বন্ধ রেখেছি। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। রোববার বিকেল থেকেই যান চলাচল শুরু হবে। নির্বিঘ্নে মোনাজাতে অংশ নিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বেশ কয়েকটি এলাকায় আকস্মিক ঝড় হয়েছে। প্রায় আধা ঘণ্টার এই ঝড়-বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি। বহু স্থানে গাছ উপড়ে পড়ায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এখনো অনেক এলাকা বিদ্যুৎবিহীন।
৯ মিনিট আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক দোকান কর্মচারীকে অপহরণের চেষ্টা করেছে মোটরসাইকেলে আসা দুই যুবক। আজ শনিবার (৪ অক্টোবর) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের বাধা ও ধাওয়ায় সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
১৪ মিনিট আগেইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, যৌথ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় পাঁচটি বাস জব্দ করা হয়। পরে নিয়মিত মামলা দায়ের করা হয়।
১৮ মিনিট আগেফরিদপুরের সদরপুরে শ্বশুরবাড়িতে পরিকল্পিতভাবে স্বামীকে চেতনানাশক ওষুধ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। তবে ভাগ্যক্রমে স্বামী ঠান্ডু ব্যাপারী (৩৫) বেঁচে গিয়েছেন। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা। এ ঘটনায় স্ত্রী লাবনী আক্তারকে (২৮) আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে