নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে
টঙ্গীর তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হওয়া ২২ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা। গাড়ি না থাকায় পথে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ। সড়কে যানবাহন না থাকায় ইজতেমা ময়দান থেকে মোনাজাত শেষে গাজীপুর ও রাজধানীর উদ্দেশে হেঁটেই রওনা দিয়েছেন মুসল্লিরা। তবে রাজধানীর উত্তরা আজমপুর এলাকা থেকে কিছু মোটরসাইকেল, পিকআপ ভ্যান পাওয়া যাচ্ছে। এগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হন মানুষ।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থেকে ৩০০ টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেলে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছেন ইহসানুল হক। তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে সকালে চৌরাস্তা থেকে অটোরিকশাযোগে টঙ্গীতে এসেছি। ফেরার পথে শাখা রাস্তা দিয়ে বাসায় ফিরছি। এতে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।
কলেজশিক্ষার্থী হাসিব রাজধানীর কমলাপুর এলাকা থেকে মোনাজাতে অংশ নিতে সকালে ট্রেনে চেপে টঙ্গীতে এসেছিলেন। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘টঙ্গীতে আসার পথেও ভিড় ছিল। ফেরার পথে দুটি ট্রেন টঙ্গী স্টেশন ছেড়ে গেলেও আমি উঠতে পারিনি।’
এদিকে রোববার সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আখেরি মোনাজাতে অংশ নিতে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা তিনটি সড়কে যান চলাচল বন্ধ রেখেছি। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। রোববার বিকেল থেকেই যান চলাচল শুরু হবে। নির্বিঘ্নে মোনাজাতে অংশ নিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
টঙ্গীর তুরাগতীরে আজ রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সকাল ৯টা ৫৮ মিনিটে শুরু হওয়া ২২ মিনিটের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে রওনা দেন মুসল্লিরা। গাড়ি না থাকায় পথে ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ। সড়কে যানবাহন না থাকায় ইজতেমা ময়দান থেকে মোনাজাত শেষে গাজীপুর ও রাজধানীর উদ্দেশে হেঁটেই রওনা দিয়েছেন মুসল্লিরা। তবে রাজধানীর উত্তরা আজমপুর এলাকা থেকে কিছু মোটরসাইকেল, পিকআপ ভ্যান পাওয়া যাচ্ছে। এগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে রওনা হন মানুষ।
টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থেকে ৩০০ টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেলে গাজীপুর চৌরাস্তায় যাচ্ছেন ইহসানুল হক। তিনি বলেন, আখেরি মোনাজাতে অংশ নিতে সকালে চৌরাস্তা থেকে অটোরিকশাযোগে টঙ্গীতে এসেছি। ফেরার পথে শাখা রাস্তা দিয়ে বাসায় ফিরছি। এতে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া গুনতে হচ্ছে।
কলেজশিক্ষার্থী হাসিব রাজধানীর কমলাপুর এলাকা থেকে মোনাজাতে অংশ নিতে সকালে ট্রেনে চেপে টঙ্গীতে এসেছিলেন। টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘টঙ্গীতে আসার পথেও ভিড় ছিল। ফেরার পথে দুটি ট্রেন টঙ্গী স্টেশন ছেড়ে গেলেও আমি উঠতে পারিনি।’
এদিকে রোববার সকালে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আখেরি মোনাজাতে অংশ নিতে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা তিনটি সড়কে যান চলাচল বন্ধ রেখেছি। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। রোববার বিকেল থেকেই যান চলাচল শুরু হবে। নির্বিঘ্নে মোনাজাতে অংশ নিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৯ মিনিট আগে