সিলেট প্রতিনিধি
চার ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।
এর আগে ভোর ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকালে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। অন্যান্য পরিবহনও ছিল তুলনামূলক কম। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর যান চলাচল স্বাভাবিক হয়।
কারাবন্দী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার রাতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা রাজনকে নাশকতার একটি মামলায় গত ৭ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘প্রশাসনের আশ্বাস ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করেছি। রাজনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু পরিবহন শ্রমিক নেতা হওয়ায় তাঁকে আরও একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। এ ছাড়া বিচার শেষ হওয়ার আগপর্যন্ত তাঁর জামিনের দাবি জানিয়েছি।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
চার ঘণ্টা ভোগান্তির পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।
এর আগে ভোর ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকালে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়েনি। অন্যান্য পরিবহনও ছিল তুলনামূলক কম। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর যান চলাচল স্বাভাবিক হয়।
কারাবন্দী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রোববার রাতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা রাজনকে নাশকতার একটি মামলায় গত ৭ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘প্রশাসনের আশ্বাস ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করেছি। রাজনের বিরুদ্ধে রাজনৈতিক মামলা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু পরিবহন শ্রমিক নেতা হওয়ায় তাঁকে আরও একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর প্রতিবাদে আমরা ধর্মঘট ডেকেছি। এ ছাড়া বিচার শেষ হওয়ার আগপর্যন্ত তাঁর জামিনের দাবি জানিয়েছি।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
১২ মিনিট আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৪ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৪ ঘণ্টা আগে