Ajker Patrika

বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়, ফিরতি পথে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়, ফিরতি পথে ভোগান্তি

জমে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মেলা প্রাঙ্গণে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের চেয়ে আজ শুক্রবার ভিড় ছিল বেশি। মেলার ভেতরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করলেও ফিরতে পথে যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। 

মেলায় আগত দর্শনার্থীরা জানান, ফিরতি পথে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়েছে। মেলা থেকে বের হয়ে বাসে ওঠার পর সেই বাস কুড়িলের প্রধান সড়কে আসতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। মেলা প্রাঙ্গণের বাইরে ট্রাফিক পুলিশ না থাকাকে দায়ী করেছেন তাঁরা। 

রাজধানীর কমলাপুর থেকে আগত দর্শনার্থী ইকবাল হোসেন জানান, বিকেল পাঁচটায় বাসে ওঠার পর দেড় ঘণ্টা পেরোলেও বাস এখনো প্রধান সড়কে আসেনি। এতে ছোট বাচ্চা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। 

যানজটের কারণে অল্প দূরত্বের পথ অতিক্রম করতেই লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা। ছবি: আজকের পত্রিকা রামপুরার বাসিন্দা আরিফা আক্তার জানান, মেলায় শৃঙ্খলা থাকলেও বাইরে ট্রাফিক পুলিশের কোনো দেখা নেই। শৃঙ্খলার অভাবে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। 

তৃতীয় শ্রেণির এক ছাত্রী আক্ষেপ নিয়ে বলে, ‘আমরা কি রাস্তায় সারা রাত কাটিয়ে দেব?’ 

যানজটের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল আহমেদ আজকের পত্রিকাকে জানান, একদিকে কাঞ্চন ব্রিজের চাপ। অপরদিকে নরসিংদী রুটে পণ্যবাহী যানবাহন চলাচল করছে। সবমিলে যানজট হচ্ছে। এছাড়া প্রতি শুক্রবার মেলায় দর্শনার্থী বেশি থাকায় যানজট হয়ে থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত