হারিয়ে যাচ্ছে বাঁশঝাড়
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধক ও পরিবেশের পরম বন্ধু বাঁশঝাড় হারিয়ে যাচ্ছে। উঁচু এলাকা হওয়ায় এক সময় পুরো জেলায় এই অঞ্চলের বাঁশের চাহিদা ছিল অনেক বেশি। কিন্তু নগরায়ণের ফলে বর্তমানে উপজেলার অধিকাংশ বাঁশঝাড় কেটে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি। এতে কমেছে বাঁশ। অন্যদিকে দামও বেড়েছে বাঁশের।