Ajker Patrika

বিজয়ের উৎসব নয় বাড়িজুড়ে শোক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৫১
বিজয়ের উৎসব নয় বাড়িজুড়ে শোক

রাজধানী ঢাকার রামপুরায় বাস চাপায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) নানা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামে। যে বাড়িতে গতকাল মঙ্গলবার হওয়ার কথা ছিল ইউপি নির্বাচনে বিজয়ী খালাতো বোনের জয়োৎসব; আর সেই বাড়িতে চলছে শোকের মাতম। যে সন্ধ্যায় উৎসবের রং থাকত এখন সেই সন্ধ্যায় হয়ে গেছে কঠিন বেদনার। বোনের বিজয়োৎসবে ভাই ফিরেছেন ঠিকই; কিন্তু নিথর দেহে।

গতকাল দুপুরে তাঁর নানা বাড়িতে গিয়ে দেখা গেছে, প্রিয় মুখখানা এক নজরে দেখার জন্য সব আত্মীয়স্বজন বাড়ির সামনে বসে আছেন। অনেকেই হাউ মাউ করে কেঁদে উঠছেন। তার অকাল মৃত্যু কোন ভাবেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন।

নিহতের পরিবার জানায়, তিন ভাই বোনের মধ্যে দুর্জয় ছিল সবার ছোট। তার বড় ভাই মনির ঢাকাতে প্রাইভেট গাড়ি চালায়। বড় বোন ঝুমা আক্তারের বিয়ে হয়ে গেছে। খালাতো বোন আমোদা বেগম গত রোববার সরাইল সদর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সরাইলে নানাবাড়ি এসে বোনের বিজয় উপলক্ষে আনন্দ আয়োজনে শামিল হওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষার্থী মাঈন উদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭)। কিন্তু আনন্দের বদলে স্বজনদের জন্য বিষাদের পাহাড় নিয়ে বাড়ি আসছেন দুর্জয়।

নিহতের খালাতো ভাই খুরেশদ আলম বলেন, তাঁর গ্রামের উপজেলার পানিশ্বর গ্রামে। বাবা আব্দুর রহমান প্রায় ২০ বছর আগে ভিটা বাড়ি বিক্রি করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। সেখানে একটি চায়ের স্টল দিয়ে ছেলেমেয়েদের পড়ালেখা ও সংসার চালাতেন। মাঝে মধ্যে ছেলে সন্তানদের নিয়ে তার নানা বাড়িতে বেড়াতে আসত।

নিহতের খালা আফিয়া বেগম বলেন, সম্প্রতি দুর্জয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। সে বলেছিল নানা বাড়িতে বেড়াতে আসবে। এখন ফিরবে নিথর দেহ নিয়ে। তার বাবা অনেক কষ্টের মধ্যেও তার পড়ালেখা বন্ধ করে নি। সে ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিল। পড়া লেখার পাশাপাশি বাবাকেও কাজে সাহায্য করতেন।

নিহতের ভাবি শারমিন আক্তার বলেন, ‘দুর্জয় সব সময় আমার ছোট বাচ্চার সঙ্গে খেলা ধুলা করত। এখন সে আর আসবে না। ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে।’

উল্লেখ্য, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় দুর্জয় নিহত হয়। সে রামপুরার একরামুন্নেছা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত