Ajker Patrika

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. সোহান চৌধুরী (১৭)। তিনি নাসিরনগর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। সোহান নাসিরনগর উপজেলার ঠিকাদার জিলু চৌধুরীর একমাত্র ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে বিশ্বরোড থেকে নাসিরনগরের দিকে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। জেলার সরাইল উপজেলার ধরন্তী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন। 

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শিহাবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলসহ মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত