Ajker Patrika

সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ২২
সেই ছাত্রলীগ নেতাকে খুঁজছে পুলিশ

‘নৌকার বিপক্ষে একটা ভোট কাটলে ৫টা লাশ পড়বে’ জনসভায় প্রকাশ্যে এমন হুমকি দেওয়া নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলমকে খুঁজছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মুহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ. লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফিরোজ মিয়ার বিরুদ্ধে যদি একটা ভোটও কাটা হয়, তাহলে পাঁচটা লাশ পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ ভাইরাল হয়।

এ দিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলমকে স্থানীয় বাসিন্দারা তাঁকে ‘দাঙ্গাবাজ আশরাফুল’ বলেও চিনে জানে। স্থানীয় গ্রাম্য সংঘর্ষের ঘটনা গুলোতে তাকে প্রথম সারিতে দেখা মিলে বলে অভিযোগ উঠেছে। গ্রামীণ সংঘর্ষে একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া জানান, গ্রামে গ্রামে মারামারি হলে আশরাফুলের সবার আগে দেখা মিলে। কাসেম আলী নামে একজন জানান আশরাফুল চিহ্নিত দাঙ্গাবাজ। তাকে আইনের আওতায় আনা জরুরি।

লাশ ফেলার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে, নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বলেন, ‘আমাদের সভা চলাকালে পাশের চিত্রী গ্রামে নৌকার বিপক্ষে ভোট কাটা হবে বলে খবর আসে। আসলে বয়স অল্প তো, বিবেকের তাড়নায় তখন বলে ফেলেছি-নৌকার বিপক্ষে যদি কেউ ভোট কাটতে আসে দরকার হলে পাঁচটা লাশ ফেলব। আবেগে বলে ফেলেছি। দয়া করে এটি নিয়ে নিউজ কইরেন না।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, তার ব্যাপারে ব্যবস্থা নিতে নবীনগর থানা-পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভয়ভীতি দেখিয়ে এবং শক্তি প্রয়োগ করে ভোট নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত