পুতিনের হাত থেকে বাঁচতে কী খাবেন, কোথায় যাবেন প্রিগোঝিন
পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্যমতে, অনুগত সেনাদের নিয়ে আপাতত বেলারুশেই অবস্থান করবেন প্রিগোঝিন। কিন্তু মাথা গরম করা প্রিগোঝিনের জন্য সামনের দিনগুলো কেমন হতে যাচ্ছে তা-ই এখন আলোচনার বিষয়বস্তু। কারণ, তাঁর ওপর খেপে আছেন রাশিয়ার মহাশক্তিধর প্রেসিডেন্ট পুতিন।