বেরোবিতে শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে তছনছ হালিমার জীবিকার সম্বল
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বেরোবির শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হলে হালিমার দোকানে থাকা চেয়ার, টেবিল, খাবারের বোয়াম, ফ্রিজে ভাঙচুর চালায়। ভাঙচুরের ঘটনায় পুলিশ আসার পর স্থানীয়রা চলে যায়। শিক্ষার্থীরাও ফিরে যায় ক্যাম্পাসে। কিন্তু হামলার ঘটনায় ক্ষতির শিকার হন হালিমা।