বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৬টি অনুষদে ২২টি বিভাগে ২৯২টি আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হয়েছে। আজ রোববার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস প্রত্যেক বিভাগে অনুষ্ঠিত হয়।
অনুষদভুক্ত ডিনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিনিয়ত শিক্ষার্থীরা ভর্তি মাইগ্রেশন হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ায় একের পর এক মেরিট লিস্ট প্রকাশ করেও আসন পূরণ করা সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান অনুষদে ২১৯টি, মানবিক ৩৪টি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৯টি আসন ফাঁকা রেখে ৮ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ২৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছে ১ হাজার ১০৩ জন শিক্ষার্থী। ফলে ২২ বিভাগের মধ্যে ১৬টিতে এখনো ২৯২টি আসন ফাঁকা রয়েছে।
এর মধ্যে বাংলা বিভাগে ৭৫ আসনের ১৬টি, ইংরেজি বিভাগে ৬৫ আসনের ৩, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ৭৫ আসনের ২০, সমাজবিজ্ঞান বিভাগে ৬৫ আসনের ২০, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৬৫ আসনের ৫৩, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ আসনের ১৯, লোকপ্রশাসন বিভাগে ৬৫ আসনের ৬, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৬০ আসনের ৫, মার্কেটিং বিভাগে ৬০ আসনের ৫, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬০ আসনের ১, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৬০ আসনের ৫টি, গণিত বিভাগে ৭০ আসনের ৩৯, পরিসংখ্যান বিভাগের ৭০ আসনের ৩৭, পদার্থবিজ্ঞান বিভাগের ৭০ আসনের ২২, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৬০ আসনের ১৯টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ৬০ আসনের মধ্যে ফাঁকা রয়েছে ২২টি আসন।
বিভাগগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ক্লাস শুরুর দিনেও ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই অনুপস্থিত ছিলেন।
জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘ভর্তি প্রক্রিয়া চলার পাশাপাশি আনুষ্ঠানিক ক্লাস শুরু করা হলো। ভর্তি প্রক্রিয়া শেষ হলে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠান করা হবে।’
বেরোবি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান বলেন, ‘এবারের সেশনে প্রথম দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তির তালিকায় ছিল। তবে মাইগ্রেশন চালু রাখার কারণে আমাদের ২৯৫ জন শিক্ষার্থীর আসন ফাঁকা হয়েছে। আশা করছি, আগামী ৫ ফেব্রুয়ারি এই আসন পূরণ হয়ে যাবে।’
বেরোবির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। অনলাইনে আবেদন চলে ২৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তী সময় শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আসন পূরণের লক্ষ্যে ধাপে ধাপে ৮টি মেধাতালিকা প্রকাশ করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ৬টি অনুষদে ২২টি বিভাগে ২৯২টি আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু হয়েছে। আজ রোববার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস প্রত্যেক বিভাগে অনুষ্ঠিত হয়।
অনুষদভুক্ত ডিনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিনিয়ত শিক্ষার্থীরা ভর্তি মাইগ্রেশন হয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ায় একের পর এক মেরিট লিস্ট প্রকাশ করেও আসন পূরণ করা সম্ভব হচ্ছে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজ্ঞান অনুষদে ২১৯টি, মানবিক ৩৪টি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ৩৯টি আসন ফাঁকা রেখে ৮ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ২৫ জানুয়ারি পর্যন্ত ভর্তি হয়েছে ১ হাজার ১০৩ জন শিক্ষার্থী। ফলে ২২ বিভাগের মধ্যে ১৬টিতে এখনো ২৯২টি আসন ফাঁকা রয়েছে।
এর মধ্যে বাংলা বিভাগে ৭৫ আসনের ১৬টি, ইংরেজি বিভাগে ৬৫ আসনের ৩, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে ৭৫ আসনের ২০, সমাজবিজ্ঞান বিভাগে ৬৫ আসনের ২০, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ৬৫ আসনের ৫৩, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ আসনের ১৯, লোকপ্রশাসন বিভাগে ৬৫ আসনের ৬, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৬০ আসনের ৫, মার্কেটিং বিভাগে ৬০ আসনের ৫, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৬০ আসনের ১, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৬০ আসনের ৫টি, গণিত বিভাগে ৭০ আসনের ৩৯, পরিসংখ্যান বিভাগের ৭০ আসনের ৩৭, পদার্থবিজ্ঞান বিভাগের ৭০ আসনের ২২, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ৬০ আসনের ১৯টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ৬০ আসনের মধ্যে ফাঁকা রয়েছে ২২টি আসন।
বিভাগগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ক্লাস শুরুর দিনেও ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই অনুপস্থিত ছিলেন।
জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘ভর্তি প্রক্রিয়া চলার পাশাপাশি আনুষ্ঠানিক ক্লাস শুরু করা হলো। ভর্তি প্রক্রিয়া শেষ হলে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠান করা হবে।’
বেরোবি ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ড. মিজানুর রহমান বলেন, ‘এবারের সেশনে প্রথম দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় শতভাগ শিক্ষার্থী ভর্তির তালিকায় ছিল। তবে মাইগ্রেশন চালু রাখার কারণে আমাদের ২৯৫ জন শিক্ষার্থীর আসন ফাঁকা হয়েছে। আশা করছি, আগামী ৫ ফেব্রুয়ারি এই আসন পূরণ হয়ে যাবে।’
বেরোবির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। অনলাইনে আবেদন চলে ২৭ অক্টোবর পর্যন্ত। পরবর্তী সময় শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আসন পূরণের লক্ষ্যে ধাপে ধাপে ৮টি মেধাতালিকা প্রকাশ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৭ জুলাইয়ে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করার বিষয় নিয়ে একটি পরিপত্র জারি করে। এই সুযোগ থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বঞ্চিত করার পরিপত্রটির বাতিল ও শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি নিয়ে সংবাদ
৫ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আজ সোমবার (১২ আগস্ট) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। দুই দিন বাড়ানো এই সময়সীমা গত রোববার (১০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস
৮ ঘণ্টা আগেব্যবসায় শিক্ষার ওপর দেশের অন্যতম বড় প্রতিযোগিতা ও উৎসব ১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিজনেস জিনিয়াস বাংলাদেশ (বিজিবি) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
১১ ঘণ্টা আগেবেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী রচনা ‘সুলতানার স্বপ্ন’ ইউনেসকোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’ অন্তর্ভুক্তির বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ সেমিনারের আয়োজন করেছে। রোববার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে অনুষ্ঠি
১১ ঘণ্টা আগে