কেন আক্রান্ত হন
‘নিরস্ত্র, নিরীহ বুদ্ধিজীবীগণ, যাঁরা সাধারণত সশস্ত্র যুদ্ধে অংশ নেন না, তাঁরা কেন আক্রান্ত হন?’ এটি একটি চালু জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার সমাধান করতে হলে প্রথমে নিজেদের একটি অনুধাবন পরিষ্কার করতে হবে। মুক্তিযুদ্ধকালীন পাকিস্তান রাষ্ট্রশক্তি এখানে একটি দীর্ঘ পরিকল্পিত, পদ্ধতিগত ও উদ্দেশ্যমূলক অপরাধ সংঘটিত