ঢাবি প্রতিনিধি
ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ঢাবির সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘অধ্যাপক রাশিদুল হাসান দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। উনি ট্যুরিজমের জন্য বিশাল অবদান রেখেছেন। আমরা তাঁর জন্য দোয়া চাই।’
বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে উল্লেখ করেন অধ্যাপক বদরুজ্জামান।
অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবাণীতে উপাচার্য বলেন, ‘অধ্যাপক রাশিদুল হাসান সদালাপী ও বিনয়ী চরিত্রের গুণী শিক্ষক; শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ঢাবিতে বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’
ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ঢাবির সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘অধ্যাপক রাশিদুল হাসান দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। উনি ট্যুরিজমের জন্য বিশাল অবদান রেখেছেন। আমরা তাঁর জন্য দোয়া চাই।’
বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর নামাজ শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে উল্লেখ করেন অধ্যাপক বদরুজ্জামান।
অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবাণীতে উপাচার্য বলেন, ‘অধ্যাপক রাশিদুল হাসান সদালাপী ও বিনয়ী চরিত্রের গুণী শিক্ষক; শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ঢাবিতে বিভিন্ন প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানাই।’
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৩ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৬ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
৯ মিনিট আগে