উইম্বলডন খেলতে এসে বিয়ের কথা মনে পড়ছে আরবকন্যার
উইম্বলডনে দারুণ গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। পরশু রাতে ডাচ প্রতিপক্ষ টিম ফন রাইথোভেনকে ৬-২, ৪-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন জোকোভিচ। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির তরুণ তুর্কি ইয়ানিক সিনার; যিনি হারিয়েছেন আরেক উদীয়মান স্পেনের কার্লোস আলকারেজকে।