উইম্বলডনে দারুণ গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। পরশু রাতে ডাচ প্রতিপক্ষ টিম ফন রাইথোভেনকে ৬-২, ৪-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন জোকোভিচ। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির তরুণ তুর্কি ইয়ানিক সিনার; যিনি হারিয়েছেন আরেক উদীয়মান স্পেনের কার্লোস আলকারেজকে। চার সেটের লড়াইয়ে সিনারের জয় ৬-১, ৬-৪, ৬-৭ (৮-১০) ও ৬-৩ গেমে।
একই রাতে দাপুটে জয়রথ অব্যাহত রেখেছেন আরবকন্যা ওনস জাবেউর। বেলজিয়ামের এলিসে মের্টেনসকে সরাসরি ৭-৬ (১১-৯) ও ৬-৪ গেমে হারিয়েছেন জাবেউর। এই জয়ে শেষ আটের টিকিটও নিশ্চিত করেছেন তিউনিসিয়ার এই দ্বিতীয় শীর্ষ বাছাই। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ মারি বোজকোভা।
সময়টা দারুণ যাচ্ছে জাবেউরের। উইম্বলডনে শিরোপা জিতেই থামতে চান তিনি। ম্যাচ শেষে জাবেউর বলেছেন, ‘এটা একই সঙ্গে উদ্বেগজনক ও আনন্দময় ছিল। এলিসে শক্ত প্রতিপক্ষ। তার বিপক্ষে খেলা সহজ ছিল না। তবে ঘাসে খেলাটা আমি পছন্দ করি। প্রকৃতির সঙ্গে যোগটা আমি ভালোবাসি। আশা করি, ফাইনাল পর্যন্ত এভাবে এগিয়ে যেতে পারব।’
এদিকে বিবিসিতে লেখা এক কলামে জাবেউর জানিয়েছেন, উইম্বলডনে খেলতে এসে তাঁর বিয়ের কথা মনে পড়ছে। জাবেউর লিখেছেন, ‘সব খেলোয়াড়ের পরনে সাদা পোশাক ও দর্শকদের পরিপাটি পোশাক আমাকে বিয়ের কথা মনে করিয়ে দেয়। আমি ঐতিহ্য ও ইতিহাস খুব ভালোবাসি। যেমন সবাই সাদা পোশাক পরে আছে এবং স্ট্রবেরি খাচ্ছে, এসব দারুণ ব্যাপার।’
সেন্টার কোর্টে খেলতে ভালোবাসেন জানিয়ে জাবেউর আরও লিখেছেন, ‘সেন্টার কোর্টে খেলাটা আমি ভালোবাসি। এটা বিশেষ কিছু। বড় মঞ্চে খেলা পছন্দ করি।’
উইম্বলডনে দারুণ গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। পরশু রাতে ডাচ প্রতিপক্ষ টিম ফন রাইথোভেনকে ৬-২, ৪-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন জোকোভিচ। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির তরুণ তুর্কি ইয়ানিক সিনার; যিনি হারিয়েছেন আরেক উদীয়মান স্পেনের কার্লোস আলকারেজকে। চার সেটের লড়াইয়ে সিনারের জয় ৬-১, ৬-৪, ৬-৭ (৮-১০) ও ৬-৩ গেমে।
একই রাতে দাপুটে জয়রথ অব্যাহত রেখেছেন আরবকন্যা ওনস জাবেউর। বেলজিয়ামের এলিসে মের্টেনসকে সরাসরি ৭-৬ (১১-৯) ও ৬-৪ গেমে হারিয়েছেন জাবেউর। এই জয়ে শেষ আটের টিকিটও নিশ্চিত করেছেন তিউনিসিয়ার এই দ্বিতীয় শীর্ষ বাছাই। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ মারি বোজকোভা।
সময়টা দারুণ যাচ্ছে জাবেউরের। উইম্বলডনে শিরোপা জিতেই থামতে চান তিনি। ম্যাচ শেষে জাবেউর বলেছেন, ‘এটা একই সঙ্গে উদ্বেগজনক ও আনন্দময় ছিল। এলিসে শক্ত প্রতিপক্ষ। তার বিপক্ষে খেলা সহজ ছিল না। তবে ঘাসে খেলাটা আমি পছন্দ করি। প্রকৃতির সঙ্গে যোগটা আমি ভালোবাসি। আশা করি, ফাইনাল পর্যন্ত এভাবে এগিয়ে যেতে পারব।’
এদিকে বিবিসিতে লেখা এক কলামে জাবেউর জানিয়েছেন, উইম্বলডনে খেলতে এসে তাঁর বিয়ের কথা মনে পড়ছে। জাবেউর লিখেছেন, ‘সব খেলোয়াড়ের পরনে সাদা পোশাক ও দর্শকদের পরিপাটি পোশাক আমাকে বিয়ের কথা মনে করিয়ে দেয়। আমি ঐতিহ্য ও ইতিহাস খুব ভালোবাসি। যেমন সবাই সাদা পোশাক পরে আছে এবং স্ট্রবেরি খাচ্ছে, এসব দারুণ ব্যাপার।’
সেন্টার কোর্টে খেলতে ভালোবাসেন জানিয়ে জাবেউর আরও লিখেছেন, ‘সেন্টার কোর্টে খেলাটা আমি ভালোবাসি। এটা বিশেষ কিছু। বড় মঞ্চে খেলা পছন্দ করি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫