Ajker Patrika

বিচ্ছেদের পথে রুপার্ট মারডক ও জেরি হল

আপডেট : ২৩ জুন ২০২২, ১৪: ৪৮
বিচ্ছেদের পথে রুপার্ট মারডক ও জেরি হল

মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক ও অভিনেত্রী-মডেল জেরি হলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

৯১ বছর বয়সী রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হলের দ্বিতীয়। এর আগে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন জেরি। 

২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মারডকের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। জেরির মুখপাত্রও বিচ্ছেদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। 
 
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে তাঁদের কাছের মানুষেরা বিস্মিত হয়েছেন। এমনকি বিয়ের পর মারডক টুইটারে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’ 

২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলেররুপার্ট মারডক এর আগে উড়োজাহাজের কর্মী প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত) ও উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। তবে জেরি হল সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে ২২ বছর একসঙ্গে ছিলেন। ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। জেরি হলের চার সন্তান আর রুপার্ট মারডকের রয়েছে ছয় সন্তান। 

অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডে দ্য সান ও দ্য টাইমসের মতো সংবাদমাধ্যমের মালিক। মারডকের বর্তমান সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত