মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক ও অভিনেত্রী-মডেল জেরি হলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৯১ বছর বয়সী রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হলের দ্বিতীয়। এর আগে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন জেরি।
২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মারডকের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। জেরির মুখপাত্রও বিচ্ছেদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে তাঁদের কাছের মানুষেরা বিস্মিত হয়েছেন। এমনকি বিয়ের পর মারডক টুইটারে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’
রুপার্ট মারডক এর আগে উড়োজাহাজের কর্মী প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত) ও উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। তবে জেরি হল সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে ২২ বছর একসঙ্গে ছিলেন। ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। জেরি হলের চার সন্তান আর রুপার্ট মারডকের রয়েছে ছয় সন্তান।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডে দ্য সান ও দ্য টাইমসের মতো সংবাদমাধ্যমের মালিক। মারডকের বর্তমান সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।
মিডিয়া মোগল খ্যাত রুপার্ট মারডক ও অভিনেত্রী-মডেল জেরি হলের বিবাহবিচ্ছেদ হতে চলেছে। বিয়ের মাত্র ছয় বছরের মাথায় এ দম্পতির বিচ্ছেদ হচ্ছে। মার্কিন একাধিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৯১ বছর বয়সী রুপার্ট মারডকের এটি চতুর্থ বিচ্ছেদ। আর ৬৫ বছরের জেরি হলের দ্বিতীয়। এর আগে প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী মিক জ্যাগারকে বিয়ে করেছিলেন জেরি।
২০১৬ সালে লন্ডনে বিয়ে হয় রুপার্ট মারডক আর জেরি হলের। এই দম্পতির বিচ্ছেদ নিয়ে মারডকের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি। জেরির মুখপাত্রও বিচ্ছেদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার্ট মারডক ও জেরি হলের বিচ্ছেদের খবরে তাঁদের কাছের মানুষেরা বিস্মিত হয়েছেন। এমনকি বিয়ের পর মারডক টুইটারে লেখেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ।’
রুপার্ট মারডক এর আগে উড়োজাহাজের কর্মী প্যাট্রিসিয়া বুকার (১৯৫৬-১৯৬৭ সাল পর্যন্ত), সাংবাদিক আন্না মান (১৯৬৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত) ও উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে (১৯৯৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত) বিয়ে করেছিলেন। তবে জেরি হল সংগীতশিল্পী মিক জ্যাগারের সঙ্গে ২২ বছর একসঙ্গে ছিলেন। ১৯৯৯ সাল থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন। জেরি হলের চার সন্তান আর রুপার্ট মারডকের রয়েছে ছয় সন্তান।
অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের রুপার্ট মারডক যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ইংল্যান্ডে দ্য সান ও দ্য টাইমসের মতো সংবাদমাধ্যমের মালিক। মারডকের বর্তমান সম্পদ ১৭ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে