নাতির বিয়েতে মেয়ের জামাতা হারিয়ে শোকস্তব্ধ রাবেয়া
‘পোলারে বিয়া দিয়া, ঘরে বউ আইনা খুব খুশি আছিলো আমার মেয়ার জামাতা। মনে হয় ব্যাটার বউ না, মেয়া নিয়া আইছে। বউ ভাতের অনুষ্ঠান শ্যাষ কইরা ব্যাটা, বউ আর দুই বিয়াইন নিয়া নিজেই গাড়ি চালায়া আশুলিয়ায় বিয়াই বাড়ি যাইতেছিলো। খুশি মনে বাড়ি থাইকা বাইর হইলেও সে আর ঘরে ফিরলো না।’