দিনাজপুর প্রতিনিধি
ভালোবাসার টানে দেশ-কালের সীমাবদ্ধতা পার করে এর আগেও অনেক বিদেশি তরুণ-তরুণী এ দেশে এসেছেন। তেমনি এবার ভালোবাসার মানুষটিকে পেতে বাংলাদেশে আসেন অস্ট্রিয়ান যুবক অ্যান্ড্রিয়ান বারিসো নীরা। গত মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে মুসলিম ধর্মমতে বিয়ে করেন মুসলিম যুবক অ্যাড্রিয়ান।
এর আগে গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন তিনি। পরদিন সোমবার ঢাকা থেকে যান দিনাজপুরে। বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অ্যাড্রিয়ানের জন্ম কিউবায় হলেও তিনি গত ২০ বছর যাবৎ অস্ট্রিয়ায় থাকেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পার। সেখানে তাঁদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তাঁরা ২০২০ সালে বিয়ের জন্য সম্মত হন। তবে করোনা মহামারির কারণে তখন সম্ভব হয়নি। অবশেষে সেই বিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি আমেজে, ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন। যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’ অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাবেন রুম্পা। সেখানেই তিনি তাঁর সঙ্গে সংসার শুরু করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশের প্রকৃতি ও মানুষ নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে তাঁর।
ভালোবাসার টানে দেশ-কালের সীমাবদ্ধতা পার করে এর আগেও অনেক বিদেশি তরুণ-তরুণী এ দেশে এসেছেন। তেমনি এবার ভালোবাসার মানুষটিকে পেতে বাংলাদেশে আসেন অস্ট্রিয়ান যুবক অ্যান্ড্রিয়ান বারিসো নীরা। গত মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে মুসলিম ধর্মমতে বিয়ে করেন মুসলিম যুবক অ্যাড্রিয়ান।
এর আগে গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন তিনি। পরদিন সোমবার ঢাকা থেকে যান দিনাজপুরে। বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অ্যাড্রিয়ানের জন্ম কিউবায় হলেও তিনি গত ২০ বছর যাবৎ অস্ট্রিয়ায় থাকেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পার। সেখানে তাঁদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তাঁরা ২০২০ সালে বিয়ের জন্য সম্মত হন। তবে করোনা মহামারির কারণে তখন সম্ভব হয়নি। অবশেষে সেই বিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি আমেজে, ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন। যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’ অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাবেন রুম্পা। সেখানেই তিনি তাঁর সঙ্গে সংসার শুরু করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশের প্রকৃতি ও মানুষ নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে তাঁর।
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার (১১ আগস্ট) সকালের দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
১ মিনিট আগেশিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম ওরফে তফি। পরে শিক্ষা বোর্ডের তদন্তে তাঁর জাল সনদের বিষয়টি ধরা পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর সভাপতির পদ বাতিল করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ...
২ মিনিট আগেআদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১০ মিনিট আগে