দিনাজপুর প্রতিনিধি
ভালোবাসার টানে দেশ-কালের সীমাবদ্ধতা পার করে এর আগেও অনেক বিদেশি তরুণ-তরুণী এ দেশে এসেছেন। তেমনি এবার ভালোবাসার মানুষটিকে পেতে বাংলাদেশে আসেন অস্ট্রিয়ান যুবক অ্যান্ড্রিয়ান বারিসো নীরা। গত মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে মুসলিম ধর্মমতে বিয়ে করেন মুসলিম যুবক অ্যাড্রিয়ান।
এর আগে গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন তিনি। পরদিন সোমবার ঢাকা থেকে যান দিনাজপুরে। বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অ্যাড্রিয়ানের জন্ম কিউবায় হলেও তিনি গত ২০ বছর যাবৎ অস্ট্রিয়ায় থাকেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পার। সেখানে তাঁদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তাঁরা ২০২০ সালে বিয়ের জন্য সম্মত হন। তবে করোনা মহামারির কারণে তখন সম্ভব হয়নি। অবশেষে সেই বিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি আমেজে, ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন। যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’ অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাবেন রুম্পা। সেখানেই তিনি তাঁর সঙ্গে সংসার শুরু করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশের প্রকৃতি ও মানুষ নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে তাঁর।
ভালোবাসার টানে দেশ-কালের সীমাবদ্ধতা পার করে এর আগেও অনেক বিদেশি তরুণ-তরুণী এ দেশে এসেছেন। তেমনি এবার ভালোবাসার মানুষটিকে পেতে বাংলাদেশে আসেন অস্ট্রিয়ান যুবক অ্যান্ড্রিয়ান বারিসো নীরা। গত মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে প্রেমিকা রুম্পাকে মুসলিম ধর্মমতে বিয়ে করেন মুসলিম যুবক অ্যাড্রিয়ান।
এর আগে গত রোববার (৭ আগস্ট) বাংলাদেশে আসেন তিনি। পরদিন সোমবার ঢাকা থেকে যান দিনাজপুরে। বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পা দিনাজপুরের উপশহর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। অ্যাড্রিয়ানের জন্ম কিউবায় হলেও তিনি গত ২০ বছর যাবৎ অস্ট্রিয়ায় থাকেন।
জানা গেছে, ২০১৯ সালে অ্যাড্রিয়ানের সঙ্গে আমেরিকায় দেখা হয় বাংলাদেশি তরুণী নুসরাত জাহান রুম্পার। সেখানে তাঁদের কথা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়মিত কথাবার্তা হতো। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে তাঁরা ২০২০ সালে বিয়ের জন্য সম্মত হন। তবে করোনা মহামারির কারণে তখন সম্ভব হয়নি। অবশেষে সেই বিয়ে সম্পন্ন হয়েছে গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি আমেজে, ধর্মীয় রীতি মেনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এদিকে সবার কাছে দোয়া চেয়ে রুম্পা বলেন, ‘অ্যাড্রিয়ান অনেক ভালো মানুষ। সে মুসলিম এবং পেশায় প্রকৌশলী। আমাদের জন্য দোয়া করবেন। যেন সারা জীবন এভাবে একসঙ্গে থাকতে পারি।’ অল্প কিছুদিনের মধ্যে স্বামীর সঙ্গে অস্ট্রিয়ায় চলে যাবেন রুম্পা। সেখানেই তিনি তাঁর সঙ্গে সংসার শুরু করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে অ্যাড্রিয়ান বারিসো বলেন, ‘রুম্পার সঙ্গে পরিচয় ২০১৯ সালে। প্রায় চার বছর ধরে আমাদের যোগাযোগ আছে। আমি দ্রুত স্ত্রীকে আমার দেশে নিয়ে যেতে চাই।’
বাংলাদেশের প্রকৃতি ও মানুষ নিয়ে বেশ উচ্ছ্বসিত অ্যাড্রিয়ান। তিনি বলেন, বাংলাদেশের সবুজ প্রকৃতি ও মানুষ খুব ভালো লেগেছে তাঁর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
১ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
১ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে