চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৪ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৪ ঘণ্টা আগে