চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর এলাকায় বিয়ের ভোজে অংশ নিয়ে শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি ডায়রিয়াজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে ৪৫ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ১০ জনের অধিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা বিভিন্ন ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর রাত থেকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁরা। এর মধ্যে বর-কনেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোরে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সেও ভর্তি রয়েছেন ১৫ জন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অসুস্থদের সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহার বিয়ের অনুষ্ঠানের ভোজ চলছিল। বিয়েতে উভয় পক্ষের আত্মীয়-স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরদিন শনিবার মধ্যরাত থেকে হঠাৎ করে ভোজে অংশ নেওয়া ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বর সালমান মাসুদ, তাঁর চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমানসহ (৮) পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়েছে। একইভাবে কনে নিহা ও তাঁর পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি আরও বলেন, ‘বর-কনে ও তাদের পরিবারের অনেক সদস্য চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তা ছাড়া বিজিসি ট্রাস্ট হাসপাতাল, পটিয়া ও চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সসহ পটিয়ার বিভিন্ন ক্লিনিকের বেশ কিছু লোক চিকিৎসা নিচ্ছেন।’
স্থানীয় চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন, ‘মাসুমা কমিউনিটি সেন্টার বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হতে থাকে বর-কনে পক্ষের লোকজন। ৪৫ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে।’
এ বিষয়ে মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, ‘আমরা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছি। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন এবং বাবুর্চি ও খাবারের আয়োজন করেছেন।’
গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে রাঙামাটি জেলা যুবলীগ নেতা মো মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা-পুলিশ। গ্রেপ্তার মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি।
৪ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
১ ঘণ্টা আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগে