নতুন সংসার সাজাতে
বাগদান হয়ে গেছে, বিয়ের তারিখও ঠিক। এবার অলিগলি ঘুরে খুঁজে বের করে ফেলুন পছন্দের বাসা। এতে বিয়ের পর সংসার ও বাসা সাজানোর ঝামেলা কমে যাবে অনেকটাই। তবে কেমন ফ্ল্যাট ভাড়া নেবেন এবং কীভাবে সাজাবেন নতুন সংসার অথবা কী কী লাগবে শুরুর দিকে, তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন হবু বর-কনে। ভাড়া বাসা হোক বা নিজের নতুন ফ্