Ajker Patrika

বিয়ের খবরে যা বললেন চিত্রনায়িকা আঁচল আঁখি

বিয়ের খবরে যা বললেন চিত্রনায়িকা আঁচল আঁখি

বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। সংগীতশিল্পী সৈয়দ আমিকে প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন তিনি। পারিবারিক আয়োজনে বিয়ে হলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে বিয়ের কথা নিশ্চিত করেন চিত্রনায়িকা আঁচল। জানিয়েছেন, কিছু সংবাদমাধ্যমে গায়ক সৈয়দ অমিকে প্রেমিক হিসেবে দাবি করা হলেও তিনি মূলত স্বামী। আর বিয়ের কথা গোপন রাখেননি বলেই জানান তিনি। তাঁর কথায়, বিয়ের বিষয়টি কাছের মানুষজন সবাই জানত।

আঁচল আঁখি বলেন, ‘অমির সঙ্গে আমার প্রেম ছিল না। তবে মিউজিক ভিডিওর সূত্রে আমার পরিচয় হয়। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি এবং আয়োজনেই হয়েছে।’

২০২০ সালের ডিসেম্বর। তখন ‘ও জান রে’ গানটির ভিডিওতে কাজ নিয়ে কথা হয় অমি-আঁখির। এরপর আরও কয়েকবার কথা হয়। তারপর জানুয়ারিতে (২০২১) শুটিং হয় গানটির।

স্বামী সৈয়দ অমির সঙ্গে চিত্রনায়িকা আঁচল। ছবি: ফেসবুকবিয়ের বিষয়টি এত দিন প্রকাশ্যে আসার বিষয়ে আঁচল বলেন, ‘২০২১ সালের ১৫ ফেব্রুয়ারিতে আমাদের পারিবারিক আয়োজনে বিয়ে হয়। আর গত বছরই আমি তা ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে জানিয়েছি। কিন্তু আমার স্বামীর আগের আইডি ডিজেবল হয়ে যাওয়ার পর নতুন আইডিতে যখন আবার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করি, তখনই সবার সামনে আসে এটি।’

আঁচল আঁখি আরও বলেন, ‘আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছে আছে।’

প্রসঙ্গত, ২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের। তবে ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা করে সাফল্য ও খ্যাতি লাভ করেন তিনি। এক যুগের ক্যারিয়ারে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আর সবশেষ নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় দেখা গেছে এ নায়িকাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত