টিম্বারলেকের সঙ্গে প্রেম, অতঃপর গর্ভপাত আজও পোড়ায় ব্রিটনি স্পিয়ার্সকে
সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা ‘দ্য উইমেন ইন মি’ প্রকাশ হতে চলছে আগামী ২৪ অক্টোবর, যার কিছুটা প্রকাশিত হয়েছে পিপল ম্যাগাজিনে। সেখানে স্পিয়ার্সের জীবনের অজানা কিছু তথ্য উঠে এসেছে। স্মৃতিকথায় স্পিয়ার্স জানিয়েছেন এক বেদনার কথা, যা আজও তাঁকে কষ্ট দেয়।