গতির ছক কষছে শ্রীলঙ্কা
কাতুনায়েকের প্রস্তুতি ম্যাচে যে ব্যাটসম্যানই সুযোগ পেয়েছেন, তিনিই পেয়েছেন রানের দেখা। গত দুদিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রস্তুতি মন্দ হয়নি। বোলারদের প্রস্তুতিটাও যে একেবারে খারাপ হয়েছে, সেটিও বলা যাবে না। প্রথম দিন ম্লাণ থাকলেও কাল শেষ দিনে আলো ছড়িয়েছেন স্পিনাররা।