ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন তিন অভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।
পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন শুভাগত হোম চৌধুরী। দীর্ঘ সময় পর পেসার খালেদ আহমেদ ও উইকেট-কিপার নুরুল হাসান সোহানও ফিরেছেন দলে।
১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ২১ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদ এবং সৌম্য সরকারের। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দলে থাকলেও, আইপিলের খেলতে যাওয়ায় দলে নেই সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানও।
বিশ্বব্যাপী শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ। করোনা সাবধনতার জন্য প্রস্তুতি ম্যাচের দল দেবে না শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে ভাগ হয়ে। অনুশীলনের জন্য নেট বোলারও পাবে না সফরকারীরা। তাই সব কিছু বিবেচনা করে ২১ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন বলে জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
দলে নতুনদের সু্যোগ দেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, যেখানেই সু্যোগ পেয়েছে তাঁরা ভালো করেছে। বিশেষ করে শরিফুল ও মুকিদুল। দুইজনকে আমরা ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে দলে নিয়েছি।
দীর্ঘ সময় পর শুভাগত হোমের দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেন,ঘরোয়া ক্রিকেটে সে সবসময় ধারাবাহিক পারফর্মার। আমরা তাঁকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। বিশেষ করে তাঁর অফ স্পিন খুবই কার্যকরি।
দুই দিনের প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ খেলবে এপ্রিল ১৭-১৮, কাটুনায়াকে। ২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল:
মুমিনুল হক, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম।
শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন তিন অভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।
পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন শুভাগত হোম চৌধুরী। দীর্ঘ সময় পর পেসার খালেদ আহমেদ ও উইকেট-কিপার নুরুল হাসান সোহানও ফিরেছেন দলে।
১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ২১ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদ এবং সৌম্য সরকারের। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দলে থাকলেও, আইপিলের খেলতে যাওয়ায় দলে নেই সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানও।
বিশ্বব্যাপী শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ। করোনা সাবধনতার জন্য প্রস্তুতি ম্যাচের দল দেবে না শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে ভাগ হয়ে। অনুশীলনের জন্য নেট বোলারও পাবে না সফরকারীরা। তাই সব কিছু বিবেচনা করে ২১ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন বলে জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
দলে নতুনদের সু্যোগ দেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, যেখানেই সু্যোগ পেয়েছে তাঁরা ভালো করেছে। বিশেষ করে শরিফুল ও মুকিদুল। দুইজনকে আমরা ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে দলে নিয়েছি।
দীর্ঘ সময় পর শুভাগত হোমের দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেন,ঘরোয়া ক্রিকেটে সে সবসময় ধারাবাহিক পারফর্মার। আমরা তাঁকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। বিশেষ করে তাঁর অফ স্পিন খুবই কার্যকরি।
দুই দিনের প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ খেলবে এপ্রিল ১৭-১৮, কাটুনায়াকে। ২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল:
মুমিনুল হক, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৫ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৬ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৬ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে