ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন তিন অভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।
পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন শুভাগত হোম চৌধুরী। দীর্ঘ সময় পর পেসার খালেদ আহমেদ ও উইকেট-কিপার নুরুল হাসান সোহানও ফিরেছেন দলে।
১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ২১ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদ এবং সৌম্য সরকারের। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দলে থাকলেও, আইপিলের খেলতে যাওয়ায় দলে নেই সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানও।
বিশ্বব্যাপী শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ। করোনা সাবধনতার জন্য প্রস্তুতি ম্যাচের দল দেবে না শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে ভাগ হয়ে। অনুশীলনের জন্য নেট বোলারও পাবে না সফরকারীরা। তাই সব কিছু বিবেচনা করে ২১ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন বলে জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
দলে নতুনদের সু্যোগ দেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, যেখানেই সু্যোগ পেয়েছে তাঁরা ভালো করেছে। বিশেষ করে শরিফুল ও মুকিদুল। দুইজনকে আমরা ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে দলে নিয়েছি।
দীর্ঘ সময় পর শুভাগত হোমের দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেন,ঘরোয়া ক্রিকেটে সে সবসময় ধারাবাহিক পারফর্মার। আমরা তাঁকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। বিশেষ করে তাঁর অফ স্পিন খুবই কার্যকরি।
দুই দিনের প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ খেলবে এপ্রিল ১৭-১৮, কাটুনায়াকে। ২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল:
মুমিনুল হক, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম।
শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন তিন অভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম।
পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন শুভাগত হোম চৌধুরী। দীর্ঘ সময় পর পেসার খালেদ আহমেদ ও উইকেট-কিপার নুরুল হাসান সোহানও ফিরেছেন দলে।
১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ২১ সদস্যের প্রাথমিক দলে জায়গা হয়নি পেসার হাসান মাহমুদ এবং সৌম্য সরকারের। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দলে থাকলেও, আইপিলের খেলতে যাওয়ায় দলে নেই সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানও।
বিশ্বব্যাপী শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ। করোনা সাবধনতার জন্য প্রস্তুতি ম্যাচের দল দেবে না শ্রীলঙ্কা। বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মধ্যে ভাগ হয়ে। অনুশীলনের জন্য নেট বোলারও পাবে না সফরকারীরা। তাই সব কিছু বিবেচনা করে ২১ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন বলে জানিয়েছেন, বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
দলে নতুনদের সু্যোগ দেয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, যেখানেই সু্যোগ পেয়েছে তাঁরা ভালো করেছে। বিশেষ করে শরিফুল ও মুকিদুল। দুইজনকে আমরা ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে দলে নিয়েছি।
দীর্ঘ সময় পর শুভাগত হোমের দলে ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেন,ঘরোয়া ক্রিকেটে সে সবসময় ধারাবাহিক পারফর্মার। আমরা তাঁকে একজন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করছি। বিশেষ করে তাঁর অফ স্পিন খুবই কার্যকরি।
দুই দিনের প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশ খেলবে এপ্রিল ১৭-১৮, কাটুনায়াকে। ২১ এপ্রিল পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল:
মুমিনুল হক, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে