Ajker Patrika

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৩১ মে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ মে ২০২১, ১৮: ২৩
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৩১ মে

ঢাকা: অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। একাধিকবার স্থগিত হওয়ার পর ২০১৯-২০ মৌসুমের ডিপিএল শুরু হচ্ছে ৩১ মে। গত বছর মার্চে এক রাউন্ড হওয়ার পর করোনা মাহামারিতে ডিপিএল স্থগিত করা হয়েছিল। এক বছরের বেশি সময় পর আবার শুরু হবে ডিপিএল।

কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডিপিএল শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। আগেই জানানো হয়েছিল এই ডিপিএল ৫০ ওভার ক্রিকেটের জায়গায় টি-টোয়েন্টি সংস্করণে হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ব্যস্ত সূচি ভাবনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক ভিডিওবার্তায় কাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের চেয়ারম্যান (সিসিডিএম) কাজী ইনাম আহমেদ বলেন, ‘বিসিবির সমর্থনে সিসিডিএম পরিকল্পনা করেছে যে ঢাকা প্রিমিয়ার লিগ ৩১ মে শুরু হবে। এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে আসরটি টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় নিয়ে আমরা বিশ্বাস করি ২০১৯-২০ মৌসুমের জন্য টি-টোয়েন্টিই আদর্শ সংস্করণ।’ 

করোনার সময় ক্রিকেটারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করাই টুর্নামেন্ট আয়োজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জৈব সরক্ষাবলয় তৈরি করে টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগানো হবে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। কাজী ইনাম বলেছেন, ‘বিসিবি সভাপতি ইতিমধ্যে টুর্নামেন্ট চলার সময় খেলোয়াড়রদের নিরাপত্তার বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। বোর্ড এই মৌসুমে বেশ সাফল্যের সঙ্গে দুটি টুর্নামেন্ট ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজন করেছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত