Ajker Patrika

ক্রিকেটারদের ভাবনা রিকশাভাড়া নিয়েও

নিজস্ব প্রতিবেদক
ক্রিকেটারদের ভাবনা রিকশাভাড়া নিয়েও

করোনায় আবারও স্থবির হয়ে পড়েছে সবকিছু। সেটির আঁচ পড়েছে ক্রিকেটাঙ্গনেও। এর মধ্যেই স্থগিত হয়ে গেছে ঘরোয়া ক্রিকেট। ক্রিকেট খেলেই যাঁদের সংসার চলত, তাঁরা আবারও পড়েছেন সংকটে। অবস্থাটা এতই শোচনীয়–এখন ব্যক্তিগত গাড়ির তেল এমনকি রিকশাভাড়া নিয়েও ভাবতে হচ্ছে ক্রিকেটারদের!

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যাঁরা আছেন, তাঁদের আর্থিক দুশ্চিন্তাটা কম। করোনার দ্বিতীয় ঢেউয়েও তাঁদের কোনো আন্তর্জাতিক সিরিজ স্থগিত নেই। সবই চলছে। যাঁরা জাতীয় দলের বাইরে আছেন, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই–তাঁরাই বেশি দুশ্চিন্তায় পড়েছেন।

বিসিবির চুক্তিতে না থাকা ও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের দলের সঙ্গে যুক্ত ক্রিকেটাররা তো সংকটে পড়েছেনই, যাঁরা দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে খেলছেন, জাতীয় দলে আসা–যাওয়ার মধ্যে আছেন তাঁরাও বিপদে পড়েছেন। যাঁদের বছরে ৫০–৬০ লাখ টাকা আয় ছিল তাঁদের ঢাকা শহরে গাড়ি–ফ্ল্যাটও আছে। তাঁদের মাসিক খরচটাও কম নয়!

চুক্তি অনুযায়ী বেতনের পাশাপাশি ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও বিপিএল খেলে ভালো আয় করতেন। করোনায় সবকিছু স্থবির থাকায় এসব ক্রিকেটারের আয়েও টান পড়েছে। কাল ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ কামরুল ইসলামের কণ্ঠে ছিল সেই দুশ্চিন্তারই আভাস, ‘ব্যক্তিগত গাড়ি থাকলে তেল কেনা, রিকশাভাড়া দেওয়া কঠিন হয়ে গেছে।’ কামরুলকে বেশি ভাবাচ্ছে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে। কারণ তাদের আয় একেবারেই বন্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত