Ajker Patrika

ক্রিকেটে পজিটিভ–নেগেটিভ খেলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৪: ৫২
ক্রিকেটে পজিটিভ–নেগেটিভ খেলা

করোনা মহামারিতে খেলা আয়োজন হচ্ছে ভিন্ন উপায়ে। সব দলকে খেলতে হচ্ছে জৈব সুরক্ষাবলয় তৈরি করে। এই বলয়ে তাঁরাই থাকতে পারেন , যারা কোভিড নেগেটিভ হন।
ক্রিকেটের জৈব সুরক্ষাবলয়ে উঠতে ক্রিকেটারদের তাই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।

বাংলাদেশে গত ছয় মাসে ক্রিকেট আয়োজন হচ্ছে এ নিয়ম মেনেই। অথচ জৈব সুরক্ষাবলয়ে থাকা খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের কারও কারও করোনা পজিটিভ হওয়ার খবর মিলছে। অবাক করার বিষয়, এই ‘পজিটিভ’ কয়েক ঘণ্টার মধ্যে ‘নেগেটিভ’ হয়ে যাচ্ছে! পজিটিভ–নেগেটিভ নাটকের সর্বশেষ উদাহরণ দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করায় গত ১২ এপ্রিল সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফিরে যাওয়ার কথা ছিল প্রোটিয়া মেয়েদের। ফ্লাইট ধরার আগে বাধ্যতামূলক করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে দলের চার ক্রিকেটার আর এক কর্মকর্তার। তাঁদের রেখেই দলের বাকি সদস্যরা দেশে ফিরে যায়। ১২ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত পাঁচজনেরই পরীক্ষার ফল আবার নেগেটিভ আসে।

শুধু দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের ক্রিকেটাররাই নন, গত দুই মাসে এমন ঘটনা ঘটেছে একাধিকবার। মার্চে বাংলাদেশ সফরে আসা আয়ারল্যান্ড ‘এ’ দলের পেসার রুহান প্রিটোরিয়াস করোনা পজিটিভ হন খেলার মাঝেই। আবার পরীক্ষা করা হলে ১২ ঘণ্টার মধ্যে তাঁর ফল নেগেটিভ আসে। দেশের ঘরোয়া ক্রিকেটেও ঘটেছে এমন ঘটনা। জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে করোনা পরীক্ষার পজিটিভ আসে মুমিনুল হকের। পরে তাঁর ফলও নেগেটিভ আসে এবং তিনি জাতীয় লিগে খেলেন।

মোহাম্মদ আশরাফুলেরও একই অভিজ্ঞতা হয়েছে। করোনা পরীক্ষার এই বিভ্রান্তিতে জাতীয় লিগের দ্বিতীয় পর্বে খেলতে পারেননি আশরাফুল।

করোনা পরীক্ষায় খেলোয়াড়দের এই ‘ফলস’ বা ভুল ফলে ব্রিবতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। বিসিবির চিকিৎসকেরা বলছেন, বর্তমান বাস্তবতায় এমন ভুল হওয়াটা অস্বাভাবিক নয়! ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী আজকের পত্রিকাকে বললেন, পরীক্ষা বিসিবি করে না। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে করে। এটা হতেই পারে। পরীক্ষায় ৩০ শতাংশ ভুল হওয়ার আশঙ্কা থাকে। ১০০ শতাংশ সঠিক হয় না। এটা বিশ্বের প্রায় সব দেশেই হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত