বরখাস্ত লুপেতেগুই, নিয়োগ পেলেন সাম্পাওলি
লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ, দুই টুর্নামেন্টেই সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না সেভিয়ার। চাকরি হারিয়ে এর চূড়ান্ত খেসারত দিতে হলো ক্লাবের কোচ জুলেন লুপেতেগুইকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৪-১ গোলে পরাজয়ের পরের দিনই তাকে বরখাস্ত করা হয়।