Ajker Patrika

রোহিত-সাকিবরা ১৫ বছর আগে ছিলেন, এখনো আছেন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ২৩
রোহিত-সাকিবরা ১৫ বছর আগে ছিলেন, এখনো আছেন

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ২০ ওভারের বিশ্বকাপ দেখেছিল বিশ্ব। প্রথম আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। সেই ভারতীয় দলে ছিলেন রোহিত শর্মা ও দিনেশ কার্তিক; যাঁরা আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন। এ দুজন ছাড়া ২০০৭ ও ২০২২ বিশ্বকাপে আছেন আরও দুজন। 

রোহিত শর্মা
এই সংস্করণে অন্যতম সেরা ওপেনার। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারত খেলবে রোহিতের নেতৃত্বে। ২০০৭ বিশ্বকাপ শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এবারও ভারতের অন্যতম ভরসার নাম রোহিত। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে ভারতকে ভালো শুরু এনে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে তাঁর ওপর। অবশ্য সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যর্থ ছিলেন রোহিত। অধিনায়ক হিসেবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসকে পাঁচটি শিরোপা জেতানো রোহিতের অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন।

সাকিব আল হাসান
ক্রিকেট বিশ্বে সাকিবের আরেক পরিচয় টি-টোয়েন্টি ‘বিশেষজ্ঞ’ হিসেবে। সারা বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ৩৫ বছর বয়সী তারকা। ২০২২ বিশ্বকাপের আগে বাংলাদেশের নেতৃত্বে ফিরেছেন সাকিব। বর্তমান সময়ে টি-টোয়েন্টিতে বেশ খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের। এ সময় অস্ট্রেলিয়ায় তাদের ভালো করতে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সাকিবকে। বর্তমান বাংলাদেশ টি-টোয়েন্টি দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ।  টুর্নামেন্ট রাঙাতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন সাকিব।

দিনেশ কার্তিক
উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির প্রভাব এতটাই ছিল, তাঁর আশপাশে বাকি উইকেটকিপার-ব্যাটাররা ছায়াই হয়ে থেকেছেন। এই ছায়ায় পড়ে থাকা দিনেশ কার্তিক লম্বা সময় আন্তর্জাতিক পর্যায়ে তেমন সুযোগ পাননি। তবে এখন ছবি পাল্টেছে। ৩৭ বছর বয়সী তারকায় উইকেটকিপার এখন ভারতের অন্যতম ফিনিশার। উইকেটের পেছনে ঋষভ পন্তের সঙ্গে জায়গা দখলের লড়াই চললেও বুড়ো হাড়ের ভেলকিতে দলকে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছেন তিনি। ভারত পন্তকে মিডল অর্ডারে নামালে ফিনিশার হিসেবে থাকবেন কার্তিক।

শন উইলিয়ামস
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি উইলিয়ামস। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের উন্নতি করা এই বাঁহাতি ব্যাটার এখন জিম্বাবুয়ের ক্রিকেটে বড় নাম। ৩৫ বছর বয়সে এসে অস্ট্রেলিয়ায় আরেকটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন উইলিয়ামস। তাঁর দায়িত্ব থাকবে ‘বি’ গ্রুপের বাছাইপর্ব থেকে জিম্বাবুয়েকে বিশ্বকাপের মূল মঞ্চের টিকিট এনে দেওয়া। ৫৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলে উইলিয়ামসের রান ২৪.৫০ গড়ে ১২৭৪। খণ্ডকালীন বোলার হিসেবে তিন সংস্করণে তাঁর উইকেটের সংখ্যা ৩৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত