Ajker Patrika

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সিতে ঐতিহ্যের ছাপ

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১০: ৩৩
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সিতে ঐতিহ্যের ছাপ

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বেশ কয়েকটি দল এরই মধ্যে জার্সি উন্মোচন করেছে।

সদ্যই নিউজিল্যান্ড দল তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করে ব্যাপক সাড়া ফেলেছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাকিব আল হাসান-নুরুল হাসান সোহানদের জার্সি প্রকাশ্যে আনল। যদিও বিসিবি জার্সি গায়ে কোনো ক্রিকেটারের ছবি প্রকাশ করেনি। বরং সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। জানিয়েছে, এবারের বিশ্বকাপ জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে তারা।

এবারের জার্সিতে দেশের গৌরব জামদানি, সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার তুলে ধরা হয়েছে। ভিডিও পোস্ট করে বিসিবি লিখেছে, ‘আমরা গর্বের অভিযান তুলে ধরার কাজ করেছি। আমরা জামদানির প্রিন্ট নিয়েছি, রয়্যাল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনকে ফুটিয়ে তুলেছি।'

এরপরই ক্ষণ গণনার মাধ্যমে এবারের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি। ভিডিওতে দেখানো জার্সির নম্বর ছিল ৭৫, যা অধিনায়ক সাকিব পরে থাকেন।

এবারের আসরে বাংলাদেশ সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে। তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও প্রথম পর্ব পেরিয়ে আসা দুই দল। ২৪ অক্টোবর সাকিবদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত