বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।
শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’
বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত সুযোগ পাওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা। সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলিংও হচ্ছিল তাঁকে নিয়ে। আজ শান্তকে দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি এও বলেছেন, তাঁদের পাইপলাইনে সমস্যা নেই।
শান্তকে দলে নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বহুল প্রচলিত ‘ডানহাতি-বাঁহাতি তত্ত্বের’ কথা বলেছেন পাপন। উদাহরণ হিসেবে সৌম্য সরকারের প্রসঙ্গও টেনে এনেছেন তিনি। আজ সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘এখন সৌম্য ও শান্তর কথা বললে একটা সাধারণ ব্যাপার আমাদের দেশে যেটা হয় যে ডানহাতি-বাঁহাতি অপশন। তামিম যেহেতু খেলছে না, তাহলে এই দুটি বিকল্পই আছে। এখন যদি লেফট-রাইট অপশনে খেলাতে হয়, তাহলে অভিজ্ঞতার বিচারে সৌম্য এগিয়ে। কিন্তু সে তো এত দিন আমাদের জাতীয় দলের সঙ্গেই নেই। হঠাৎ করে কীভাবে খেলবে। এ দিকে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শান্তর। এখন অস্ট্রেলিয়ায় যদি অভিজ্ঞতার দরকার হয় তাহলে এই অপশন (শান্ত) রইল।’
বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন সমৃদ্ধ নয়—এ আলোচনা নতুন নয়। একজন খেলোয়াড় ব্যর্থ হলে তাঁর জায়গায় সুযোগ পান এমন খেলোয়াড়, যিনি আগেও বাদ পড়েছিলেন ভালো না করায়। বর্তমান দলে সাব্বির রহমান-শান্তই এর বড় উদাহরণ। পাইপলাইন সমৃদ্ধ না থাকার কারণেই নির্বাচক, টিম ম্যানেজমেন্টকে ফের একজন ব্যর্থ খেলোয়াড়কেই সুযোগ দিতে হচ্ছে। এ প্রসঙ্গে পাইপলাইনে কোনো সমস্যা দেখছেন না পাপন, ‘এত দিন শুনতাম পাইপলাইনে ক্রিকেটার নেই। এবার তো সাকিবও খেলল না। নতুন কোচ এসে দেখতে চাচ্ছে। সবাইকে দিয়েই চেষ্টা চালাচ্ছে। ওই সময় লিটন-রাব্বি-সোহানদের চোট ছিল, উপায় ছিল না। অন্যরা খেলেছে। ওদের দেখে মনে হয়েছে ওদের সম্ভাবনা আছে।’
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে