তিন কোম্পানির ভ্যাট ফাঁকি র অভিযোগ
বাংলালিংক, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এটিআই সিরামিকসকে ভ্যাট ফাঁকির তদন্ত থেকে বাদ দিতে বলছে ভ্যাট এলটিইউ। তবে এতে সায় দিচ্ছে না ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। ফলে এই তিন প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি ধরতে ভ্যাট গোয়েন্দার চলমান অভিযান অব্যাহত থাকবে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।