Ajker Patrika

বিশেষ ফ্লাইটে হংকং ফিরবে ৯০ বাংলাদেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশেষ ফ্লাইটে হংকং ফিরবে ৯০ বাংলাদেশি শিক্ষার্থী

হংকংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিবহনের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৯ আগস্ট ৯০ শিক্ষার্থীকে নিয়ে হংকং যাবে এ বিশেষ ফ্লাইটটি। করোনা পরিস্থিতির কারণে ঢাকা-হংকং রুটের নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় দেশে আটকা পড়েছে অনেক শিক্ষার্থী। আটকে পড়াদের শিক্ষাঙ্গনে ফেরাতে এই উদ্যোগ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপণন ও বিক্রয় মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, 'হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অনুরোধে বিমানের চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি এবং বাংলাদেশ ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছি।' 

বিমান বাংলাদেশ সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ আগস্ট দুপুর সোয়া ২টায় বিমান ছেড়ে যাবে। ফ্লাইটের ৯০ জন যাত্রীর প্রায় সবাই শিক্ষার্থী। ফিরতি ফ্লাইটে মোট ৮০ জন যাত্রী ফেরার কথা রয়েছে। তারা করোনা পরিস্থিতির কারণে হংকংয়ে আটকে পড়েছেন। 

সংশ্লিষ্টরা জানিয়েছে, করোনা মহামারির কারণে ঢাকা-হংকং রুটের নিয়মিত ফ্লাইট বন্ধ রয়েছে। বর্তমানে এই রুটে কেবলমাত্র সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট পরিচালনা করছে বিমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত