ক্রীড়া ডেস্ক
প্রথম দুই ম্যাচে শাহিন শাহ আফ্রিদিও হয়তো নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না। প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে পাননি উইকেট। পরের ম্যাচে ৩ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে মিরপুরে প্রথম পর্বে সুবিধা করতে না পারলেও সিলেট পর্বে ছন্দ খুঁজে পেতে শুরু করেছেন পাকিস্তানি পেসার। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে আফ্রিদি নিয়েছেন ২ উইকেট। তাঁর দল ফরচুন বরিশালও ৭ উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহীকে।
ম্যাচ শেষে আফ্রিদি জানিয়েছেন, প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও কোনো চাপ অনুভব করেননি তিনি। অতীত নিয়ে না ভেবে, বর্তমানে থেকেই সফল হয়েছেন, ‘সাত বছর ধরে খেলছি। আমি কোনো চাপ অনুভব করি না। অতীত নিয়ে ভাবি না আমি, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না। সব সময়ই বর্তমানে থাকার চেষ্টা করি। উইকেট পেলাম বা কী পেলাম না, এই ভাবনায় যাই না। আমার প্রক্রিয়া সব সময়ই একই থাকে।’
আফ্রিদির মতে, উইকেট কারও নিয়ন্ত্রণে থাকে না। শুধু প্রক্রিয়া মেনে বোলিংয়ের কথা বললেন তিনি, ‘উইকেট তো কারও নিয়ন্ত্রণে থাকে না। তার পরও এখানে ছোট মাঠে দুটি উইকেট নিতে পেরেছি। উইকেট পাই বা পাইই, প্রক্রিয়া অনুসরণ করে যেতেই হবে। এই কাজই করতে চাইব আমরা।’
পিএসএল, আইএল টি-টোয়েন্টি, দা হান্ড্রেড ও টি-টোয়েন্টি ব্লাস্টে এরই মধ্যে খেলার অভিজ্ঞতা হয়েছে শাহিন আফ্রিদির। বিপিএলে খেলছেন প্রথমবার। এই টুর্নামেন্টও বেশ উপভোগ করছেন বললেন ২৪ বছর বয়সী এ পেসার, ‘এখনো পর্যন্ত দারুণ উপভোগ করেছি। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। তারা সত্যি বাংলাদেশকে ভালোবাসে এবং মাঠে প্রতিটি কোনা ভরে উঠতে দেখেই সেটি বোঝা যায়। সবার সমর্থন পাওয়া যায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত ভালো সময় কাটছে।’
প্রথম দুই ম্যাচে শাহিন শাহ আফ্রিদিও হয়তো নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ছিলেন না। প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে পাননি উইকেট। পরের ম্যাচে ৩ ওভারে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে মিরপুরে প্রথম পর্বে সুবিধা করতে না পারলেও সিলেট পর্বে ছন্দ খুঁজে পেতে শুরু করেছেন পাকিস্তানি পেসার। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে আফ্রিদি নিয়েছেন ২ উইকেট। তাঁর দল ফরচুন বরিশালও ৭ উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহীকে।
ম্যাচ শেষে আফ্রিদি জানিয়েছেন, প্রথম দুই ম্যাচে উইকেট না পেলেও কোনো চাপ অনুভব করেননি তিনি। অতীত নিয়ে না ভেবে, বর্তমানে থেকেই সফল হয়েছেন, ‘সাত বছর ধরে খেলছি। আমি কোনো চাপ অনুভব করি না। অতীত নিয়ে ভাবি না আমি, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না। সব সময়ই বর্তমানে থাকার চেষ্টা করি। উইকেট পেলাম বা কী পেলাম না, এই ভাবনায় যাই না। আমার প্রক্রিয়া সব সময়ই একই থাকে।’
আফ্রিদির মতে, উইকেট কারও নিয়ন্ত্রণে থাকে না। শুধু প্রক্রিয়া মেনে বোলিংয়ের কথা বললেন তিনি, ‘উইকেট তো কারও নিয়ন্ত্রণে থাকে না। তার পরও এখানে ছোট মাঠে দুটি উইকেট নিতে পেরেছি। উইকেট পাই বা পাইই, প্রক্রিয়া অনুসরণ করে যেতেই হবে। এই কাজই করতে চাইব আমরা।’
পিএসএল, আইএল টি-টোয়েন্টি, দা হান্ড্রেড ও টি-টোয়েন্টি ব্লাস্টে এরই মধ্যে খেলার অভিজ্ঞতা হয়েছে শাহিন আফ্রিদির। বিপিএলে খেলছেন প্রথমবার। এই টুর্নামেন্টও বেশ উপভোগ করছেন বললেন ২৪ বছর বয়সী এ পেসার, ‘এখনো পর্যন্ত দারুণ উপভোগ করেছি। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। তারা সত্যি বাংলাদেশকে ভালোবাসে এবং মাঠে প্রতিটি কোনা ভরে উঠতে দেখেই সেটি বোঝা যায়। সবার সমর্থন পাওয়া যায়। সব মিলিয়ে এখনো পর্যন্ত ভালো সময় কাটছে।’
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
২৯ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে