অনলাইন ডেস্ক
থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের কাছে। টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন সোহান। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৬ রান। মায়ার্সকে রংপুর অধিনায়ক সোহান প্রথম বলে মারলেন ছক্কা,পরের দুই বলে চার। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন, তখন রংপুর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।
৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। ৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এই কথার সার্থকতা প্রমাণ করেছেন তিনি। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
এবারের বিপিএলে দু্ইবারের দেখায় দুইবারই ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে গত ২ জানুয়ারি বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর। রাইডার্স। পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!
থ্রিলার মুভির গল্পও যেন হার মানবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচের কাছে। টুর্নামেন্টে রংপুরের প্রথম হার যেখানে সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই নুরুল হাসান সোহানের ম্যাজিক। কাইল মায়ার্সকে বেধড়ক পিটিয়ে বরিশালের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন সোহান। রুদ্ধশ্বাস এই জয়ের পর সামাজিক মাধ্যমেও জমে ওঠে খেলা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শেষ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল ২৬ রান। মায়ার্সকে রংপুর অধিনায়ক সোহান প্রথম বলে মারলেন ছক্কা,পরের দুই বলে চার। শেষ ৩ বলে ১২ রানের সমীকরণ যখন রংপুরের, বরিশাল তখন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেয়,‘মনুরা রেডি তো।’ ফটোকার্ডে লেখা ছিল ‘জাগো বাহে জাগো’ এবং সেখানে বরিশালের জয়ের উদযাপনের ছবি পোস্ট করে। এরপর সোহান শেষ তিন বলে ২ ছক্কা ও ১ চারে পাশার দান উল্টে দেন, তখন রংপুর অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘পোস্ট ডিলিট করো, সমস্যা হবে।’ ফটোকার্ডে বরিশালের দেওয়া পোস্টের স্ক্রিনশট বসিয়ে দেয় রংপুর।
৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সোহান। ৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট-এই কথার সার্থকতা প্রমাণ করেছেন তিনি। ৫ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে রংপুর।
এবারের বিপিএলে দু্ইবারের দেখায় দুইবারই ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরে গত ২ জানুয়ারি বরিশালকে হারিয়ে ফেসবুক পেজে ফটোকার্ড বানিয়ে রসিকতা করেছিল রংপুর। রাইডার্স। পত্রিকার আদলে একটা ফটোকার্ড দিয়ে শিরোনাম দিয়েছে ‘রংপুর বার্তা’। সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, ‘বরিশালের লঞ্চে ধাক্কা, আতঙ্কে যাত্রীরা’! সেই পোস্টে বরিশাল উত্তর দিয়েছে, ‘একটু ধাক্কা না হয় খেয়েছি, কিন্তু গন্তব্যের কাছে দেখা হবে, মনু’!
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৫ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৭ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৮ ঘণ্টা আগে