ফারুকদের সময়েও বিপিএল ‘বিতর্কিত প্রিমিয়ার লিগ’
বিপিএল মানে কেউ বলে ‘বিশৃঙ্খলা প্রিমিয়ার লিগ’, কেউবা বলে ‘বিতর্কিত প্রিমিয়ার লিগ’। ফারুকের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড এবার অন্য রকম বিপিএলের ঘোষণা দিলেও বিতর্ক আর পিছু ছাড়ল কোথায়! রাজশাহী দলের খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক ইস্যু, বিসিবি পরিচালকদের অভ্যন্তরীণ টানাপোড়েন, টিকিট নিয়ে বিশৃঙ্খলা...