Ajker Patrika

অনুশীলন করার চেয়ে দেখাতেই তাঁর আনন্দ

আহমেদ রিয়াদ, চট্টগ্রাম থেকে
তিন ম্যাচ খেলেই বিপিএল থেকে ছিটকে গেছেন রাকিম কর্নওয়াল। ছবি: আজকের পত্রিকা
তিন ম্যাচ খেলেই বিপিএল থেকে ছিটকে গেছেন রাকিম কর্নওয়াল। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক ক্যারিয়ার তাঁর খুব একটা উজ্জ্বল হয়নি এখনো। ১০ টেস্টেই থেমে আছে রাকিম কর্নওয়ালের আন্তর্জাতিক ক্যারিয়ার। ক্যারিয়ার যেমনই হোক, তাঁর উপস্থিতি বিশেষ নজর কাড়বেই। কর্নওয়াল এবার বিপিএলে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে। তাঁর টুর্নামেন্ট শেষ মাঝপথেই। কুঁচকির চোটে পড়ে তাঁর বিপিএল শেষ।

বিপিএল খেলতে যেদিন ঢাকায় এলেন, একটা বিশেষ ব্যাট (মুগুর বলাই ভালো) নিয়ে তাঁর শ্যাডো করার ভিডিও পোস্ট করে সিলেট ফেসবুকে বার্তা দিল, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য!’ তুফান আর তোলা হয়নি কর্নওয়ালের। ২০২৫ বিপিএলে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেনি। নামের পাশে যোগ করতে পেরেছেন ২২ রান। তুলনামূলক বোলিংয়ে কিছুটা সফল, ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও বিপিএল খেলতে আসার আগে কর্নওয়াল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগ সুপার ফিফটিতে ভালোই ছন্দে ছিলেন। বিপিএলে সেটির প্রতিফলন খুব একটা দেখা যায়নি।

গত দুই সপ্তাহে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মনে হয়েছে, খেলার বাইরে বেশির ভাগ সময় হোটেল রুমে কাটাতে পছন্দ করেন স্বল্পভাষী কর্নওয়াল। অনুশীলনে তাঁর অংশগ্রহণও ছিল সীমিত। অনুশীলন করার চেয়ে সতীর্থদের অনুশীলন দেখতেই যেন তাঁর আনন্দ! কর্নওয়ালের শারীরিক গঠন নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেটার কারণও আছে। আধুনিক ক্রিকেটে যেখানে প্রায় সব ক্রিকেটার ফিটনেস নিয়ে অনেক কাজ করেন, সেখানে কর্নওয়াল একেবারেই ভিন্ন স্রোতের খেলোয়াড়। তাঁর অভিধানে যেন জিম, ফিটনেস, রানিং—এ শব্দগুলো একেবারেই অনুপস্থিত। স্কিল, টেকনিক আর বুদ্ধিই যেন তাঁর মূল শক্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত