Ajker Patrika

তাসকিনরা যখন ‘ধর্মঘটে’, মিরাজরা তখন গানের আড্ডায়

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০০: ৫০
গান গাইছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
গান গাইছেন মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা যখন ‘ধর্মঘট’ পরিস্থিতিতে, তখন আনন্দময় সময় কেটেছে অনেক ক্রিকেটারের।

চট্টগ্রাম পর্ব শুরুর আগে বেশিরভাগ ক্রিকেটারের কেটেছে বিশ্রামে। সন্ধ্যায় মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেক ক্রিকেটার গেছেন চট্টগ্রামে তামিম ইকবালের এক বন্ধুর বাসায়। সেখানে জম্পেশ আড্ডাই হয়েছে তাঁদের। সে আড্ডায় গানও গেয়েছেন মিরাজ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একজন গিটার বাজাচ্ছেন। আরেকজন বাজাচ্ছেন পিয়ানো। মিরাজ যখন গান গাইছেন, সেটা প্রাণভরে উপভোগ করছেন মাহমুদউল্লাহ-ইমরুলরা। চট্টগ্রামের স্থানীয় ক্রিকেটার নাঈম হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বিরাও ছিলেন আড্ডায়। মিরাজ গেয়েছেন এলআরবির প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘এক আকাশের তারা তুই’ গানটি। ‘ওরে নীল দড়িয়া’ গানটিও গেয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক।

মিরাজরা যখন জম্পেশ আড্ডায়, তখন সংবাদ মাধ্যমের ভিড় রেডিসন ব্লু হোটেলের সামনে। কারণ, তখন চলছিল বিসিবির পরিচালনা পর্ষদের ভার্চুয়াল সভা। সভা শেষে রাজশাহীর পারিশ্রমিক জটিলতা নিয়ে ইতিবাচক কোনো সমাধান দিতে পারেনি বিসিবি। বোর্ড পরিচালকদের পক্ষে সংবাদমাধ্যমকে মনজুর আলম বলেন, ‘চেষ্টা অব্যাহত আছে। আশা করি কালকের মধ্যে সমাধান চলে আসবে। বিসিবি সভাপতি নিজেই চেষ্টা করছেন দলের স্বত্বাধিকারী, খেলোয়াড়দের সঙ্গে কথা বলে। আশা করি কালকের মধ্যে সমঝোতার মাধ্যমে সুন্দর সমাধান হবে। কাল ওদের মালিক এলে সমাধান হয়ে যাবে। তখন বিসিবি সভাপতি আপনাদের বিস্তারিত জানাবেন। আশা করি ক্রিকেটাররা টাকা পাবেন।’ তবে মনজুর স্বীকার করেছেন, এটি তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

জানা গেছে, স্থানীয় ক্রিকেটারদের এখনো কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। টুর্নামেন্টের মাঝপথেও কোনো পারিশ্রমিক না পেয়ে দলের ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টি কাজ করছে। এ নিয়ে সারা দিন আলোচনা ছিল রাজশাহীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত